কুপ্রস্তাবের রাজি না হওয়ায় গৃহবধূকে হত্যাচেষ্টা

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূ শামিমা আক্তারকে (৩৮) কুপিয়ে হত্যার চেষ্টা করেন প্রতিবেশী বিল্লাল হোসেন।

রবিবার (৩ আগস্ট) সকালে উপজেলার বৈদ্দ্যেরবাজার ইউপির সাত ভাইয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগীর মা সখিনা বেগম সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী শামিমা আক্তার শ্বশুরবাড়ি থাকার সময় প্রতিবেশি বিল্লাল হোসেন দুই মাস ধরে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার (২ আগস্ট) রাতে জরুরি কাজ শেষে বাড়ি ফেরার সময় রাস্তায় গতিরোধ করে পুনরায় কুপ্রস্তাব দেন। এতে তিনি রাজি না হলে গালিগালাজ করে হত্যার হুমকি দিয়ে চলে যায়।

পরদিন শামিমা আক্তার ও তার জা আসমা বেগম এবং ননদ শিরিনা আক্তার অভিযুক্ত বিল্লাল হোসেনের বাড়িতে বিচার দিতে গেলে সে এবং তার ভাই- বোনরা দেশীয় অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যার চেষ্টা করেন। পরে এলাকাবাসী তাদের চিৎকার শুনে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শামীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

ভুক্তভোগীর স্বামী প্রবাসী। শামিমার মা সখিনা বেগম এই ঘটনার উপযুক্ত শাস্তি দাবি করেন।

 

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার