
গাজীপুরে চাঁদাবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (আজ) দুপুরে জয়দেবপুর মোড়ে এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তুহিন ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাফ রিপোর্টার।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক তুহিন সম্প্রতি এলাকার একটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করেছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে তার উপর অতর্কিত হামলা চালায়। জয়দেবপুর মোড়ে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে তাকে হত্যা করে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
তুহিনের এই নির্মম মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দেশজুড়ে বিভিন্ন সাংবাদিক সংগঠন এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC) এক বিবৃতিতে বলেছে, “চাঁদাবাজির মতো অপরাধ তুলে ধরলে যদি একজন সাংবাদিকের জীবন কেড়ে নেওয়া হয়, তাহলে সেটি গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা এই বর্বর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও গণমাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন সংশ্লিষ্ট মহল।