শুনতে চাই, রাজুতে আয় চাঁদাবাজদের মূল উৎপাটন করব-মোশারফ হোসেন

তোরা সবাই রাজুতে আয় চাঁদাবাজদের মূল উৎপাটন করব। গতকাল থেকে সারা দেশের মানুষ এনসিপির নেতাদের মুখ থেকে এমনই একটি আওয়াজ শোনার অপেক্ষায় ছিলো পুরো জাতি। কিন্তু না। পুরো দেশকে হতাশ করেছে সারজিস, নাহিদ ও হাসনাত আব্দুল্লাহ্। কারন চাঁদাবাজরা তো তাদের নিজ দলের, তাই কবি নিরব। অন্যদল হলে এতক্ষণে পুরো দেশ ওলটপালট হয়ে যেতো। কথাগুলো বলছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোশারফ হোসেন।

রাজধানীর গুলশান এলাকায় আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ পাঁচজন আটক হওয়ার ঘটনায় ডাকদূতের সাথে একান্ত সাক্ষাতকারের তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই একটি চাঁদাবাজির খবরে এত অবাক হওয়ার কিছু নেই। তবে আশার বিষয় হলো, এই প্রথম কোনো চাঁদাবাজি করতে গিয়ে তারা পুলিশের হাতে ধরা খেল। ঠিকমতো খোঁজ নিলে বুঝবেন, এদের শেকড় অনেক গভীরে।

গুলশানে ১ কোটি টাকা চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক বিন সোলায়মান রিয়াদ সহ ৫ জন হাতে নাতে আটক হয়েছে এমন একটি খবরে সারাদেশ নড়েচড়ে বসেছে। ঢাকা সহ সারাদেশে চাঁদাবাজীর বিরুদ্ধে মিছিল হচ্ছে। এর কারনও আছে, কিছুদিন আগে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ্ তার বক্তব্য একটি জনপ্রিয় দলের নেতা সহ তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে অশালিন ভাষায় কুরুচিপূর্ণ বক্তব্য দেন। তারা এও বলেন চাঁদা তুলে পল্টনে, চাঁদা যায় লন্ডনে। আজ চাঁদাবাজীর অভিযোগে যে রিয়াদকে আটক করা হয়েছে, সেই রিয়াদের ফেসবুক পোষ্ট থেকে জানা যায়, রিয়াদের রাজনৈতিক গুরু নাহিদ ইসলাম।

তবে এটাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে রিয়াদ ভূয়া সমন্বয়ক দাবী করে গুলশান থানার সামনে আন্দোলন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোরনের নেতারা। আপনি হয়তো বলতে পারেন তাহলে, এই চাঁদাবাজকে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের ছাত্র প্রতিনিধি বানিয়েছে কারা! আবার আপনিই উত্তর দিবেন নাহিদ ইসলামরা। সারাদেশের আনাচে কানাচে এ রকম লাখ লাখ রিয়াদ ঘাপটি মেরে বসে আছে এটা বলতেও দ্বিতীয়বার ভাববেন না।

মোশারফ হোসেন বলেন, চাঁদাবাজ রিয়াদের কমরেড নাহিদ ইসলাম আবার নিজেই চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান দেয়। এদের সবকয়টার পেটে ভাত যায় চাঁদাবাজির টাকায়। এদের কোন পেশা নেই। ল্যাভিশ লাইফ স্টাইল। এক বছর আগেও এদের কেউ কেউ অভাবের তাড়নায় আত্মহত্যা করতে গেছিলো। তারা এখন প্রাডোতে চড়ে!

তিনি আরো বলেন, রিয়াদের মত শত শত এজেন্ট আছে। যাদের কাজ চাঁদাবাজি করে নাহিদদেরকে সেই ভাগ পাঠানো। সামনে আরো অনেক প্রমাণ পাবেন। এদের ভন্ডোবস্ত কেবলতো শুরু।

আশ্চর্য হয়ে মোশারফ বলেন, বিএনপি এদেশের সবচে জনপ্রিয় দল অথচ এ দলে এ বয়সের এমন কোন ছেলেপেলে নেই যে কোনদিন কল্পনা করেছে এককোটি টাকাও চাঁদাবাজীর করা যায়। তারা চাঁদাবাজীতে নতুন নতুন রেকর্ড তৈরি করছে আবার চাঁদাবাজীর বিরুদ্ধে ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপি, এ দলে চাঁদাবাজদের আশ্রয় নেই।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার