
২৫তম চীন আন্তর্জাতিক বিনিয়োগ ও বাণিজ্য মেলা গত (বৃহস্পতিবার) চীনের ফুচিয়ান প্রদেশর সিয়ামেন শহরে শেষ হয়েছে। জানা গেছে, এবার মেলায় মোট ১১৫৪টি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়, যার মোট বিনিয়োগ পরিমাণ ৬৪৪ বিলিয়ন ইউয়ান।
এবার মেলার প্রতিপাদ্য হল ‘চীনের সঙ্গে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করা’। প্রদর্শনীর মোট আয়তন ১.২ লাখ বর্গমিটার এবং মেলা চলাকালে শতাধিক অনুষ্ঠান আয়োজিত হয়। ১২০টির বেশি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদল এবার মেলায় অংশ নেয়।
মেলা চলাকালে বহুজাতিক দেশের সেমিনার, বেসরকারী কোম্পানি ও বিশ্বের সেরা ৫০০টি কোম্পানির সংলাপসহ ধারাবাহিক অনুষ্ঠান আয়োজনকরা হয়, পাশাপাশি প্রকাশিত হয় ২১টি পেশাদার প্রতিবেদন।
সূত্র:শিশির-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।











