আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী গ্রেফতার

আরেক মামলায় সাবেক আইনমন্ত্রী গ্রেফতার

জুলাই আন্দোলনকেন্দ্রিক আরেক হত্যাচেষ্টা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকায় হাদিস মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ মিজবাহ উর রহমানের আদালত এসব আদেশ দেন।

এদিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক মো. হোসনে মোবারক আসামি আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

মিরপুর মডেল থানার হত্যাচেষ্টা মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র চলাকালে ৪ আগস্ট মিরপুর থানাধীন এলাকায় হাদিস মিয়া আন্দোলনে অংশ নেন। ওইদিন তিনি গুলিতে গুরুতর আহত হন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় গত ২৮ মার্চ ভুক্তভোগীর পরিবার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন।

২০২৪ সালের ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করে পুলিশ। পরদিন আনিসুল হকের নিউমার্কেট থানার হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার