জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের

জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান আলালের

একাত্তরে হত্যাযজ্ঞসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার দায়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রতি এই আহ্বান জানান তিনি।

আলাল বলেন, শেখ হাসিনা নির্বাচন করেনি, নির্বাচনের নামে ক্ষমতার নবায়ন করেছে। আজকে যখন সার্বভৌম ক্ষমতার মালিক সাধারণ জনগণের কাছে মালিকানা হস্তান্তরের প্রশ্ন এসেছে, তখন এই জামায়াত দূর থেকে নানা রকমের ফন্দি-ফিকির করে এটাকে অন্য প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমনকি তারা নিজেদের পোশাক-আশাক, চেহারা, বেশভূষা, কর্মকাণ্ড পর্যন্ত পাল্টাতে শুরু করেছে। গতকাল (শুক্রবার) দেখলাম হিন্দুদের সমাবেশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, খুব ভালো কথা। সনাতন ধর্মাবলম্বীদের আপনার ডেকেছেন, তারা গিয়েছেন। কিন্তু কথাবার্তা সব হয়েছে বিএনপির বিরুদ্ধে।

জামায়াতের উদ্দেশে তিনি আরও বলেন, আরে ভাই ধানের শীষের সঙ্গে তো ছিলেন আপনারা। ধানের শীষ না দিলে তো কেউ দুই টাকা দিয়েও আপনাদের কিনত না। বাজারে শুকিয়ে যাওয়া করলার মতো কেউ আপনাদের তখন কিনত না। ২০১৮ সালেও বিএনপির ধানের শীষ নিয়ে নির্বাচন করেছেন, আর এখন বড় বড় কথা বলেন।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার