
দীর্ঘ ১৬ বছর ধরে রাজনৈতিক কারণে কারাবন্দী কুষ্টিয়া জেলা বিএনপির উপদেষ্টা ও কুমারখালী পৌর বিএনপির সাবেক আহবায়ক মো: হুমায়ুন কবিরের শারীরিক অবস্থার খোঁজ নিতে আজ ১৯ অক্টোবর গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
পরিবার সূত্রে জানা গেছে, প্রবীণ এই নেতার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত দুর্বল ও আশঙ্কাজনক। এ পরিস্থিতিতে আব্দুস সালাম পিন্টু জেলগেটে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতির মাধ্যমে তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরিবারের পক্ষ থেকে চিকিৎসা সংক্রান্ত তথ্যাদি গ্রহণ করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাম পিন্টু বলেন, “মো. হুমায়ুন কবির একজন আদর্শবান, নির্যাতিত রাজবন্দী। শুধুমাত্র ভিন্ন মতাদর্শের কারণে তাকে বছরের পর বছর আটক রাখা হচ্ছে। অবিলম্বে তার মুক্তি ও সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।”
এ সময় কারা ফটকের বাইরে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীরা সংক্ষিপ্ত মানববন্ধন ও দোয়া মাহফিলে অংশ নেন। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বহু নেতা-কর্মী বছরের পর বছর ধরে মিথ্যা মামলায় বন্দি রয়েছেন। নেতাকর্মীরা অবিলম্বে হুমায়ুন কবিরসহ সকল রাজবন্দীর মুক্তি দাবি করেন।
উল্লেখ্য, মো: হুমায়ুন কবির ২০০৯ সাল থেকে বিভিন্ন রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।











