সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

সায়েন্সল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’ সংশোধনের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা। এতে সায়েন্সল্যাব মোড়ের একাংশে যানচলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে গিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন অধ্যাদেশে ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বাতিলের কথা উল্লেখ আছে। এতে কলেজটির শত বছরের ঐতিহ্য ঝুঁকির মুখে পড়বে। তাই তারা আইন সংশোধনের দাবিতে সরাসরি রাজপথে নেমেছেন।

এর আগে, রোববার (১২ অক্টোবর) তারা রাজধানীর সায়েন্সল্যাবে সড়ক অবরোধ করে উচ্চমাধ্যমিক পাঠদান অব্যাহত রাখার দাবিও জানিয়েছিলেন।

জানা গেছে, সাতটি কলেজের সমন্বয়ে বিশ্ববিদ্যালয় গঠনের কারণে শিক্ষার্থীরা আশঙ্কা করছেন, ঢাকা কলেজে তাদের উচ্চমাধ্যমিক পাঠদান বন্ধ হয়ে যেতে পারে। এই আশঙ্কা নিরসনে ও উচ্চমাধ্যমিক শিক্ষা অব্যাহত রাখার দাবিতে তারা সরকারের কাছে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য সড়ক অবরোধের সহায়ক কর্মসূচি নিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্রিত করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রস্তাবিত নাম হিসেবে নির্বাচন করেছে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই সাতটি কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার