
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের জামায়াতের কর্মী মোঃ কামাল হোসেন এর উপর বিএনপি কর্মী মুশফিকুর রহমান, জহিরুল ইসলাম, রূপচান কর্তৃক হামলার শিকার হয়। এ সন্ত্রাসী কর্মকান্ডে গভীর উদ্বেগ জানিয়ে ও সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়ে নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান যৌথ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, ২২ অক্টোবর বুধাবর রাতে বিএনপি কর্মী মুশফিকুর রহমান মোহন মিয়ার নেতৃত্বে কতিপয় উচ্ছৃঙ্খল বিএনপি কর্মী হামলা করে দড়িকান্দি বাস স্ট্যান্ডের দোকানের আসবাপত্র ভাঙচুর করে ও চেয়ার টেবিল বাইরে ফেলে দেয় এবং কামাল হোসেনকে হুমকি দিয়ে যায় সে যেন আর জামায়াতে ইসলামী না করে। তাদের এই সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার জন্য তাদের নেতৃবৃন্দেকে জানালে তারা সন্ত্রাসী কর্মকান্ড হতে বিরত না হয়ে বরং আরো উগ্রমূর্তি ধারণ করে। গতকাল ২৪ অক্টোবর শুক্রবার রাতে বিএনপির সনমন্দী ইউনিয়ন সভাপতি মজনু মিয়া, তার ছোট ভাই মোহন মিয়া, বিএনপি কর্মী রূপচান মিয়া , রুবেল মিয়া সহ অজ্ঞাত ১৫/২০ জন লোক চার-পাঁচটি মোটর সাইকে যোগে এসে কামাল মিয়াকে হত্যার উদ্দেশ্যে দোকানে হমালা করে এবং হত্যার উদ্যেশ্যে দোকান থেকে টেনে হিচড়ে নামিয়ে নিয়ে যায়। তৎক্ষনাৎ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে। এ সময় তারা অপর এক জামায়াত কর্মী জুম্মন মিয়ার ওপর আক্রমণ করে। বিএনপি কর্মীদের এই উগ্র সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র নিন্দার ও প্রতিবাদ এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
জামায়াতে নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত সকল ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টামূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপকর্মে সাহস না পায়। প্রশাসনের উচিত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার মূল হোতাদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় আনয়ন করা।
বিবৃতিতে তারা আরও বলেন জুলাই বিপ্লবের পরে জনগনের প্রত্যাশা ছিল দেশে একটি সন্ত্রাসমুক্ত পরিবেশ বিরাজ করবে। কিন্ত এ ধরনের হামলা ফ্যাসিবাদি আচরনের বহি:প্রকাশ। বিএনপি কর্মীদের এ ধরনের সন্ত্রাসী কর্মকান্ড হতে বিরত রাখার জন্য তারা বিএনপি নেতাদের প্রতি আহবান জানান এবং সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান।











