
বরিশালের মুলাদীতে ভাইয়ের দুই চোখ তুলে নেওয়ার ঘটনায় অভিযুক্ত দুই ভাইয়ের মধ্যে এক ভাই স্বপন বেপারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে উজিরপুর উপজেলার মসাং গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে স্বপন বেপারীকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
অপর আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২২ আগস্ট মুলাদীর নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের বাসিন্দা আরশেদ বেপারীর নির্দেশে দুই ছেলে রোকন বেপারী ও স্বপন বেপারী তাদের ছোট ভাই সিরাজুল ইসলাম ওরফে রিপন বেপারীর দুই চোখ উপড়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার ২৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি একজনকে মাটিতে চেপে ধরে তার চোখ উপড়ে ফেলছে। বিষয়টি পরদিন শনিবার জনসমক্ষে আসে।
এর পরই ভিডিওটি ভাইরাল হয়।
স্থানীয় সূত্র জানায়, চোখ উপড়ে ফেলার পর গুরুতর আহত অবস্থায় রিপনকে প্রথমে গৌরনদীর আশুকাঠি হাসপাতালে নেওয়া হয়। পরে শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ঢাকার আগারগাঁও চক্ষু ইনস্টিটিউটে তার চিকিৎসা চলছে।
এদিকে, স্বামী রিপন বেপারীর চোখ উপড়ে ফেলার ঘটনায় স্ত্রী রোকসনা বেগম বাদী হয়ে আদালতে নালিশি আবেদন করলে আদালত তা মামলা হিসেবে রুজু করে মুলাদী থানার ওসিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এতে দুই ভাই রোকন বেপারী ও স্বপন বেপারী ছাড়াও রোকনের স্ত্রী নুর নাহার বেগম ও মেয়ে সুবর্ণা আক্তার, বাবা আরশেদ বেপারী এবং তিন প্রতিবেশীকে আসামি করা হয়।
পুলিশ জানায়, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুত সব অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।