বিশেষ প্রতিবেদক:
সোনারগাঁ পৌরসভার দৈলেরবাগ এলকায় প্রায় ৭ কোটি টাকায় সংস্কার কাজ চলমান রাস্তায় হঠাৎ করে আজ সকালে একটি রহস্যময় সুড়ঙ্গ আবিস্কার করে স্থানীয়রা। সবেমাত্র আরসিসি ঢালাইকৃত এ রাস্তায় সুড়ঙ্গপথটি ভয়ংকর বিপদ সংকেত বলে জানান স্থানীয় এলাকাবাসী। উৎসুক জনতা ভীর করছে সুরঙ্গ দেখার জন্য।
সরেজমিন গিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জের সড়ক ও জনপদ বিভাগের অধীনে থাকা সোনারগাঁ উপজেলার চৌরাস্তা থেকে বৈদ্যের বাজারের সংস্কারকাজ চলমান রাস্তায় গোপন সুড়ঙ্গ কেটে ড্রেজার পাইপ বসাচ্ছে বালি ব্যবসায়ীরা। রাতের আঁধারে রাস্তা বোরিং করে প্রকাশ্যে কাটা চলছে সড়ক। এতে একদিকে হুমকির মুখে পড়ছে ফসলি জমি অন্যদিকে, সড়ক ভেঙ্গে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
জানা যায়, স্থানীয় প্রশাসন ও সওজের অনুমোদন ছাড়াই বিএনপির নাম ভাঙিয়ে সড়কে সুড়ঙ্গ করে একটি চক্র। আজ সকালে দৈলেরবাগ মসজিদের পাশে স্থানীয় একটি মহলকে সড়ক কেটে নতুন সুড়ঙ্গ তৈরি করতে দেখা গেছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হলেও তারা দায়িত্ব এড়িয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
তারা জানান, গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক কেটে সেখানে ড্রেজার পাইপ বসানোর কারনে চলমান রাস্তার সংস্কার কাজের ব্যাঘাত সহ পরবর্তীতে রাস্তাটি ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, পৌরসভার মজিবরের ছেলে রাসেল আহমেদ (ওরফে) টেলা রাসেল রাতের আঁধারে অবৈধভাবে বালু ভরাটের জন্য রাস্তা কেটে সুরঙ্গ তৈরি করে পাইপ বসিয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ সহকারী কমিশনার ভূমি মনজুর মোরশেদ বলেন, বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পারলাম। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সড়ক ও জনপদ বিভাগের বিভাগী প্রকৌশলী বলেন, “এ ধরনের কাজে কোনোমতেই সওজ অনুমোদন দেয় না। যারা অনুমোদনের কথা বলে তারা নিছক ভুল তথ্য দিচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের আইনের আঁওতায় আনতে সংশ্লিষ্টদের অবহিত করে ব্যবস্থা নেওয়া হবে।”