
ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির প্রশাসনের মতে, দেশটি আগামী সেপ্টেম্বর মাসে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের উপস্থিতি ধাপে ধাপে শেষ করতে যাচ্ছে। বাগদাদ এবং পশ্চিম আনবার প্রদেশের আইন আল-আসাদ বিমানঘাঁটি থেকে এই বাহিনী প্রত্যাহার করা হবে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুসেন আল্লাভি রবিবার ইরাকি নিউজ এজেন্সিকে জানান, ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে গঠিত এই জোটের সদস্যরা ইরাক সরকার এবং জোটের দেশগুলোর মধ্যে চুক্তির ভিত্তিতে এই পদক্ষেপ নেবে। আল্লাভি বলেন, এটি ইরাকের নিজস্ব সামরিক বাহিনীকে শক্তিশালী করবে এবং দেশের সশস্ত্র বাহিনী গঠনের প্রচেষ্টা এগিয়ে নেবে।
তিনি আরও উল্লেখ করেন, প্রত্যাহার প্রক্রিয়াটি দুই পর্যায়ে হবে। প্রথম ধাপের প্রাথমিক প্রত্যাহার ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে, এবং সম্পূর্ণ মিশন সমাপ্তি ঘটবে পরবর্তী বছরের সেপ্টেম্বরের মধ্যে। এই সময়ের পরেও ইরাক আন্তর্জাতিক মিত্র দেশগুলোর সঙ্গে পরামর্শ ও সক্ষমতা বৃদ্ধির অংশীদারিত্ব চালিয়ে যাবে।
আল্লাভি বলেন, এই পর্যায়ক্রমিক প্রত্যাহার কৌশল ইরাক ও জোটের দেশগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে এবং নিরাপত্তার ক্ষেত্রে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব গড়ে তুলতে সরকারের অঙ্গীকারকে তুলে ধরে।
সূত্র: প্রেস টিভি।