হামাস নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, দাবি ট্রাম্পের

হামাস নির্মূলে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, দাবি ট্রাম্পের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হামাসকে হুঁশিয়ারি দিয়ে তিনি  বলেন, তিনি এখন পর্যন্ত ধৈর্য্য ধারণ করে আছেন। চুক্তি ভঙ্গ করলে দ্রুততম সময়ে ক্ষিপ্র ও ভয়ঙ্করভাবে নিশ্চিহ্ন করা হবে হামাসকে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ স্যোশালে দেয়া এক পোস্টে এমন দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, হামাসকে নির্মূল করার কাজে তাকে সাহায্য করতে আগ্রহী মধ্যপ্রাচ্যের বেশকিছু মিত্রদেশ। ট্রাম্পের অনুরোধ মাত্রই গাজার উদ্দেশে ভারী অস্ত্রশস্ত্রসহ সেনা পাঠাবে তারা।

যদিও মধ্যপ্রাচ্যের কোন দেশগুলো এমন প্রতিশ্রুতি দিয়েছে তা স্পষ্ট করেননি ট্রাম্প। এর আগে, গাজা যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে হামাসকে সুযোগ দেবেন বলে জানিয়েছিলেন তিনি। তবে স্বাধীনতাকামী গোষ্ঠীটি চুক্তি ভঙ্গ করলে তাদের ‘সম্পূর্ণ নির্মূল’ করা হবে বলেও হুমকি দেন।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার