সেই বৃদ্ধ রহিমের জমিতে বিএনপি নেতা রবের থাবা, সাইনবোর্ড টানিয়ে জমি দখল।

সেই বৃদ্ধ রহিমের জমিতে বিএনপি নেতা রবের থাবা, সাইনবোর্ড টানিয়ে জমি দখল।

নিজের জমি রক্ষা করতে সন্তানদের নিমর্ম নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রক্তাক্ত সেই বৃদ্ধ রহিমের জমিতে এখন বিএনপি নেতা আঃ রউফের সাইনবোর্ড। সন্তানদের কাছ থেকে জমি রক্ষা করতে পারলেও বিএনপি নেতার হাত থেকে জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছেন সেই বৃদ্ধ রহিম। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকায় সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের অত্যাচার, চাঁদাবাজী ও অবৈধ দখলের কারনে অতিষ্ঠ এলাকাবাসী। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন বৃদ্ধ রহিম।

সরেজমিন আষাঢ়িয়ার চর এলাকায় গিয়ে দেখা যায়, আঃ রহিমের জমিতে বিএনপি নেতা আঃ রউফের নামে বায়না সুত্রে মালিক লেখা একটি সাইনবোর্ড লাগানো। স্থানীয়রা জানান, ৫ আগষ্টের পর আঃ রউফ এলাকায় অত্যাচারের স্টীমরোলার চালায়। স্থানীয় আওয়ামী নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, লুটপাট চালিয়ে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তিনি গ্রামের অবৈধ গ্যাসসংযোগ দিয়ে চুলাপ্রতি ২শত টাকা করে প্রতিমাসে বিল তোলেন। বিল না দিলেই সংযোগ বিচ্ছিন্ন সহ নেমে আসে অমানুষিক নির্যাতন। তবে সাইনবোর্ডের ব্যাপারে ভয়ে কেউ মুখ খুলতে রাজী হননি।

এ ব্যাপারে ভুক্তভোগী আঃ রহিম বলেন, আমার জমিতে জোরপূর্বক বিএনপি নেতা আঃ রউফ সাইনবোর্ড টানিয়ে মালিকানা দাবী করছে। আমি বাধা দিতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে আমি এলাকায় প্রবেশ করতে পারছি না। তাছাড়া এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।

বিএনপি নেতা আঃ রউফ বলেন, আমি জমির মালিকের কাছ থেকে বায়না করেই সাইনবোর্ড টানিয়েছি।

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাসেদুল হাসান খান বলেন, এ ব্যাপারে লিখিত কোন অভিযোগ পাইনি।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার