শ্রীলংকার বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে খুব একটা বদল আসেনি। তবে চমক আছে। সাইড স্ট্রেইনের চোটে ছিটকে গেছেন লিটন দাস, বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিসিবির দেওয়া ১৬ সদস্যের ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন সাইফ হাসান।
ওপেনার নাঈম শেখ এখনও ভিসা অনুমোদনের অপেক্ষায় আছেন। ভিসা হাতে পেলেই তিনি দলে যোগ দেবেন। একই পরিস্থিতিতে আছেন সৌম্য সরকারও। চমক হিসেবে দলে থাকা সাইফ খেলছেন টি-টোয়েন্টি সিরিজও। ডানহাতি ব্যাটার সম্প্রতি খেলেছেন এশিয়া কাপে। দুর্দান্ত ফর্ম দেখানোয় পুরস্কার পেয়েছেন ওয়ানডেতে। এখনও পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সাইফের।
আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ স্কোয়াড