এশিয়া কাপে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের সিদ্ধান্ত ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, এশিয়া কাপের শিরোপা জিতলেও তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে রাজি নন।
এর আগে ভারত–পাকিস্তান ম্যাচে ‘হ্যান্ডশেক বিতর্ক’ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। খেলোয়াড়দের একে অপরের সঙ্গে হাত মেলাতে অনীহা দেখানোকে কেন্দ্র করে দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনায় পিসিবি এমনকি টুর্নামেন্টে নিজেদের অংশগ্রহণ পুনর্বিবেচনার হুমকিও দেয়।
এ ঘটনায় মহসিন নকভি নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তিনি লিখেছেন, খেলাধুলায় এভাবে স্পোর্টসম্যানশিপের অভাব দেখা অত্যন্ত হতাশাজনক। খেলায় রাজনীতি টেনে আনা আসলেই এর মূল চেতনাকে ক্ষতিগ্রস্ত করে। আশা করি, ভবিষ্যতে সব দল মর্যাদা ও শালীনতা বজায় রেখে নিজেদের জয় উদ্যাপন করবে।