২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। আগামী বছরের শুরুতেই শ্রীলঙ্কা ও ভারতে বসবে বিশ্বকাপের আসর। এটি হতে চলেছে টি-টোয়েন্টির বিশ্বআসরের ১০ম আসর।
এই টুর্নামেন্টের ম্যাচগুলো ভারতের অন্তত পাঁচটি ভেন্যু এবং শ্রীলঙ্কার দুইটি ভেন্যুতে আয়োজন করা হবে। ফাইনাল আয়োজনের জন্য বিবেচনায় আছে আহমেদাবাদ ও কলম্বো। ফাইনালের ভেন্যু রাজনৈতিক কারণে শেষ পর্যন্ত নির্ধারিত নাও হতে পারে। পাকিস্তান ফাইনালে উঠলে খেলবে কলম্বোয়, নাহয় সেটা আহমেদাবাদেই অনুষ্ঠিত হবে।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখনও অফিসিয়াল সূচি প্রকাশ করেনি। তবে অংশগ্রহণকারী দেশগুলোকে সময়সীমা জানিয়ে দেওয়া হয়েছে।
২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো একই ফরম্যাটে হবে এবারের আসর। চারটি গ্রুপে পাঁচটি করে দল থাকবে। প্রতিটি গ্রুপের সেরা দুই দল যাবে সুপার এইটে। সেখান থেকে দুই গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে।
২০২৪ সালের বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। বার্বাডোজে ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ট্রফি জিতেছিল তারা। ওই আসরে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।