জিরোনার বিপক্ষে বার্সেলোনা ২-১ গোলে জিতেছে। এল ক্লাসিকোর ঠিক আগে পাওয়া এই জয় তাদের তুলে দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষেও। তবে এরপরও দলটা স্বস্তিতে নেই। এই ম্যাচে যে জোড়া হলুদ কার্ড দেখে এল ক্লাসিকো থেকে ছিটকে গেছেন খোদ হান্সি ফ্লিক।
ফ্লিক গতকাল জিরোনার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বেশ উত্তেজিত দেখাচ্ছিল তাকে। তবে সব ঝাল তিনি ঝাড়ছিলেন তার খেলোয়াড়দের ওপর। তবে সময়ে সময়ে তারা ভালো করলে বাহবাও দিচ্ছিলেন। এমনই এক মুহূর্তে হলুদ কার্ড দেখে বসেন ফ্লিক।
সব মিলিয়ে কেন এই নিষেধাজ্ঞা, নিজেও তা বুঝতে পারছেন না। ম্যাচ শেষে তিনি জানান, ‘আমি তো কারো বিরুদ্ধে কিছু করিনি! প্রথম কার্ডের সময় আমি ফ্রেঙ্কি ডি ইয়ংকে বাহবা দিচ্ছিলাম। দ্বিতীয় কার্ডটা আমাকে কেন দেখানো হয়েছে, বুঝতেই পারছি না; আমি রেফারির বিরুদ্ধে কিচ্ছু বলিনি! আমি কখনও কারো বিরুদ্ধে কিছু করি না। আমি আমার দলকে দিক নির্দেশনা দিচ্ছিলাম।’
তবে এরপরও রেফারিং নিয়ে বাড়তি কিছু বলতে নারাজ। জার্মান এই কোচ বলেন, ‘এখন আমি এল ক্লাসিকো মিস করা নিয়ে ভাবতেও পারছি না। রেফারি আমার সঙ্গে কথা বলেননি। তিনি চলে গেছেন, আমিও স্বীকার করে নিয়েছি। করতেই হবে, কারণ তিনি রেফারি!’
‘রেফারি তার সিদ্ধান্তগুলো নেন, আমাদের কাছে ভিএআর তো আছে! রেফারি মাঠে থেকে সিদ্ধান্তগুলো দেন। যদি তিনি আমার সঙ্গে কথাও বলতে না চান, তাহলে সেটা তার সিদ্ধান্ত।’
এই জোড়া হলুদ কার্ডের পর ফ্লিককে এল ক্লাসিকোয় পাবে না বার্সা। আগামী ২৬ অক্টোবর বার্সেলোনা রিয়াল মাদ্রিদের মাঠে নামবে মৌসুমের প্রথম ক্লাসিকোয়। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে।