বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিরুদ্ধে ৩-২ গোলে জয় তুলে নেওয়া পর্তুগাল দলে নেমে ইতিহাস গড়লেন দলের প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনালদো। পেনাল্টি থেকে গোল করে রোনালদো বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ গোলের রেকর্ডটি ছুঁলেন।
তবে ম্যাচে প্রথমেই হোঁচট খায়ন রোনালদো। তবে পর্তুগাল ম্যাচের শুরুতে গোল খেয়েও ফিরে আসে। ৩-২ গোলের জয়ের ম্যাচে রোনালদোর পেনাল্টি থেকে গোল করেন। এই গোলের মাধ্যমে তার বিশ্বকাপ বাছাইপর্বে গোলের সংখ্যা বেড়ে ৩৯ হয়, যা গুয়াতেমালার কার্লোস রুইজের সঙ্গে সমান এবং আর্জেন্টিনার লিওনেল মেসির থেকে তিন গোল বেশি।
৪১ বছর বয়সেও রোনালদো পর্তুগালের আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এই ম্যাচের সঙ্গে মিলিয়ে তার বিশ্বকাপ বাছাইপর্বে গোল সংখ্যা দুই ম্যাচে তিন। একাধারে রোনালদোর আন্তর্জাতিক গোলের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪১, ২২৩ ম্যাচে। তার ক্যারিয়ারে মোট গোলের সংখ্যা ৯৪৩। রোনালদোর লক্ষ্য ১,০০০ গোলের মাইলফলক ছোঁয়া, এভাবে চলতে থাকলে তা অসম্ভব নয়।
পর্তুগাল আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরে আইরিশ এবং পুনরায় হাঙ্গেরির সঙ্গে খেলতে নামবে। রোনালদো এই ম্যাচগুলোতেই এককভাবে রেকর্ডটি নিজের করে নিতে চাইবেন।