বিপিএলে দল পেলেন আমির ও মেন্ডিস

বিপিএলে দল পেলেন আমির ও মেন্ডিস

বিপিএলের দল গঠন নিয়ে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকরা। গত বৃহস্পতিবার চূড়ান্ত করা হয়েছিল বিপিএলের পাঁচটি দলের নাম। সিলেটের নামের পাশে নতুন করে যুক্ত হয়েছে ‘টাইটান্স’ শব্দটি। ইতোমধ্যে তারা একাধিক ক্রিকেটার নিয়োগ এবং কোচিং স্টাফও গঠন করে ফেলেছে।

এবার সিলেটের হয়ে বিদেশি খেলোয়াড়দের মধ্যে খেলতে দেখা যাবে পাকিস্তানের সাবেক তারকা পেসার মোহাম্মদ আমিরকে। এছাড়াও শ্রীলংকার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিসকেও দলে অন্তর্ভুক্ত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলটির প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত নাম সোহেল ইসলাম। পেস বোলিং কোচ হিসেবে আছেন সৈয়দ রাসেল। ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন কিমস্লে রব।

এর আগে সিলেট দুইজন দেশি ক্রিকেটার- মেহেদী হাসান মিরাজ এবং নাসুম আহমেদকেও দলে ভেড়ায়। মিরাজকে এবার অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার গুলশানের নাভানা টাওয়ারে বিপিএল গভর্নিং কাউন্সিলের সভার পর ফ্র্যাঞ্চাইজির মালিকানা চূড়ান্ত করেছে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস রংপুর রাইডার্সের মালিকানা পেয়েছে, চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়া হয়েছে ট্রায়াঙ্গাল সার্ভিসকে, এবং নাবিল গ্রুপ পেয়েছে রাজশাহী, ক্রিকেট উইথ সামি পেয়েছে সিলেট, আর চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) পেয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজির মালিকানা।

আসন্ন বিপিএলের পাঁচটি চূড়ান্ত দল হলো- রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, রাজশাহী ওয়ারিয়র্স, এবং চিটাগং রয়েলস।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার