প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৯, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
শততম টেস্টে ফিফটি, ইতিহাস গড়তে পারবেন মুশফিক?
ক্যারিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন—এমন ক্রিকেটার আছেন মোটে ১০ জন। সেই তালিকায় মুশফিকুর রহিমকে যেতে হলে আরও বেশ খানিকটা পথ এগোতে হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে মিস্টার ডিপেন্ডেবল ব্যাট করছেন ৫৭ রানে। ইতিহাস গড়তে প্রয়োজন ৪৩ রান।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসের তৃতীয় সেশনে ৪ উইকেট হারিয়ে ২০২ রান তুলেছে বাংলাদেশ। চা বিরতির পর মুমিনুল ফিরেছেন অ্যান্ডি ম্যাকব্রাইনের শিকার হয়ে। ইতিহাস গড়া টেস্টে মুশফিককে সঙ্গ দিচ্ছেন লিটন দাস।
শততম টেস্টে সেঞ্চুরি হাঁকানো তালিকায় আছেন ইংল্যান্ডের তিনজন, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার দুজন করে ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই কৃতিত্ব গড়েছেন গর্ডন গ্রিনিজ। সেই তালিকায় নাম উঠতে পারে মুশফিকুরেরও।
এরআগে, সকালে টস জিতে ব্যাটিংয়ে দারুণ শুরু করে বাংলাদেশ। দুই ওপেনার ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। ম্যাকব্রাইনের শিকার হয়ে ৩৫ রানে ফেরেন সাদমান। এরপর ৩৪ রান করে সাজঘরের পথ দেখেন জয়। অধিনায়ক শান্তকে (৮) অল্পতেই পরাস্ত করেন ম্যাকব্রাইন। এরপর ইনিংসের চতুর্থ শিকারও তুলে নেন ম্যাকব্রাইন। আইরিশদের বাকিরা পাননি সাফল্য।
Copyright © 2025 Dakhduth. All rights reserved.