প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৫:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৫, ২:১২ অপরাহ্ণ
হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ রিয়াদ
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত চারদিন ধরে অসুস্থ্ সাবেক এই টাইগার ক্রিকেটার। শুরুতে জ্বরে ভুগছিলেন। পরে ডাক্তারি পরীক্ষায় মাহমুদউল্লাহর ডেঙ্গু শনাক্ত হয়। তবে অবস্থা এখন উন্নতির দিকে।
বিসিবির মেডিকেল বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। জাতীয় দলের সাবেক এই অধিনায়কের অসুস্থতার কথা জানিয়েছেন তার স্ত্রী জান্নাতুল কাওসারও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ।
জান্নাতুল কাওসার লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন! সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ ভীষণ দয়ালু। তার (রিয়াদ) জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা বারিক লাহু।’
জানা গেছে, গত চার দিন ধরে অসুস্থ ছিলেন মাহমুদউল্লাহ। শুরুতে জ্বরে ভুগছিলেন। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং তারপর হাসপাতালে ভর্তি হন।
Copyright © 2025 Dakhduth. All rights reserved.