আর্থিক সহায়তা চেয়ে পোস্ট, সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক সহায়তা চেয়ে পোস্ট করার পর সেটি আবার সরিয়ে নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুর দুইটার কিছুক্ষণ পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজ থেকে পোস্টটি করা হয়। তবে আধাঘন্টার মধ্যে তা আবার সরিয়ে নেওয়া হয়।

হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ 3 কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বর- ០៦០9០២០០8០០២ সোনালী ব্যাংক লि:, প্রধান উপদেষ্টার কার্যালয় কর্পোরেট শাখা। … Atikur Rahman, Benoy Dey and 60K others 20.5K comments 18K shares”” src=”https://scontent.fdac174-1.fna.fbcdn.net/v/t39.30808-6/518340562_721532520872125_5662330612596616147_n.jpg?_nc_cat=100&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=HUZW6K2kXEoQ7kNvwFACeSC&_nc_oc=AdlR1lD4m08V9og7Y7pl-4wvE5RNjTXxsNfxvaoRvTeFChuGOo_Rt_lYWMRpH0IURVo&_nc_zt=23&_nc_ht=scontent.fdac174-1.fna&_nc_gid=4_4jdbRvkNxhyzPMaCbpBg&oh=00_AfSMVhxr2R_AZDUZDB7pBZHd2xqiAS7kSLCLX6cBI8h7yQ&oe=68853AD5″ />ফেসবুক থেকে নেওয়া স্ক্রিনশট

সেই পোস্টের মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, হতাহতদের সহায়তার লক্ষে যারা অর্থ সাহায্য করতে চান তারা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে অর্থ জমা দিতে পারবেন। তাতে লেখা হয়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ক্ষতিগ্রস্তদের জন্য যারা অর্থ সাহায্য করতে চান তারা উপরোক্ত ত্রাণ ও কল্যাণ তহবিলের উল্লেখিত নম্বরে তা জমা দিতে পারেন।’

এরপর পোস্টে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল চলতি হিসাব নম্বর যুক্ত করা হয়।

তবে কিছুক্ষণ পর সেই পোস্টটি আর খুঁজে পাওয়া যায়নি।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার