জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৬ নেতা হঠাৎ করে কক্সবাজার এসেছেন। তারা এখন মেরিন ড্রাইভের উখিয়ার ইনানীস্থ হোটেল রয়েল টিউলিপি অবস্থানের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গুঞ্জন উঠেছে যেখানে আগে থেকে অবস্থান করা যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক করতেই এই ৬ নেতারা এসেছেন। তবে বিষয়টি দায়িত্বশীল সূত্রে নিশ্চিত হওয়া যায়নি।
কক্সবাজার বিমান বন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির ৬ নেতা কক্সবাজার আসেন। তারা ভিআইপি লাউঞ্জ ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যান।
এর মধ্যে ৫ জনের নামও নিশ্চিত করেছেন তিনি। এরা হলেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ। অপর জনের নাম জানেন না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
হোটেল সি পার্লে তাসনিম জারাকে দেখা যায় দুপুরের দিকে এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে আসা সত্যতা স্বীকার করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।
তিনি জানিয়েছেন, বেলা ১২টার পর পর সবাই ইনানীর সি পার্ল (রয়েল টিউলিপ) অবস্থান করছেন। যতটুকু জানা গেছে বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার এসেছেন। যেখানে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। বৈঠকের বিষয়টিও সত্য না। এদিকে বেলা ২টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাকে হোটেল সি পার্লে দেখা গেছে।
কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপি যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাস নেই। পুরো হোটেল জুড়ে মাত্র তিনজন বিদেশি চায়না নাগরিক আছেন। তিনি বলছেন, পিটার হাসকে হোটেলে পাওয়া যায়নি।
তবে হোটেল রয়েল টিউলিপে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। যেখানে হোটেলের বাইরে উখিয়া বিএনপির নেতা-কর্মীরা অবস্থান করছেন। তারা বলছেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দিন ৫ আগস্ট বিদেশীদের সাথে গোপন বৈঠক রহস্যজনক। বিষয়টি পরিষ্কার হওয়া জরুরি।
এদিকে, বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, সাড়ে ৩টার ফ্লাইটে এনসিপির চার শীর্ষ নেতা কক্সবাজার ছাড়বেন। চলতি বছরের ১০ এপ্রিল বাংলাদেশ ছাড়েন পিটার হাস। এরপরে বাংলাদেশে প্রবেশ করেছেন এমন তথ্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে নেই।