সোমবার দিবাগত রাত ২টার দিকে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ নেয়াজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, কাতারের দোহা থেকে আসা একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেন আসছে—এমন তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে আগাম সতর্কতা জারি করা হয়। পরে ওই নারী অন–অ্যারাইভাল ভিসা নিয়ে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাকে আটক করা হয়।
তল্লাশির সময় তার লাগেজ থেকে প্লাস্টিকের তিনটি জার উদ্ধার করা হয়। জারের ভেতর থেকে ২২টি ডিম্বাকৃতির ফয়েল মোড়ানো প্যাকেট পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রাথমিক পরীক্ষায় এগুলো কোকেন হিসেবে শনাক্ত হয়।
মো. নেয়াজুর রহমান জানান, উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮ দশমিক ৬ কেজি, যার বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। কোকেনসহ যাত্রীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, ইনভেন্টরি ও প্রাথমিক পরীক্ষার সময় বিমানবন্দর থানার দুজন এসআই এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য উপস্থিত ছিলেন। চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস অ্যাক্টের আওতায় বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।