গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
শনিবার ( ৯ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এসময় হত্যায় জড়িতদের দ্রুত আইনে শাস্তির দাবি জানানো হয়।
সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের আয়োজনে মাববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের সাংবাদিক আল-আমিন তুষার, নয়াদিগন্তের হাসান মাহমুদ রিপন, মানবজমিনের আবুবকর সিদ্দিক, দৈনিক সমকালের সাংবাদিক শাহাদাত হোসেন, দৈনিক খবরপত্রের মাসুম মাহামুদ, দেশ রূপান্তরের রবিউল হুসাইন, দৈনিক ইনকিলাবের মোক্তার হোসেন মোল্লা, আমাদের সময় পত্রিকার মিজানুর রহমান মামুন, সোনারগাঁ দর্শনের মোকাররম মামুন, কালের কন্ঠের গাজী মোবারক, এটিএন মিডিয়ার জহিরুল ইসলাম সিরাজ, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, কালবেলার রুবেল মিয়া, খবরের কাগজের ইমরান হোসেন, দৈনিক জনকন্ঠের ফারুক হোসাইন, আলোকিত বাংলাদেশের হাজী শফিকুল ইসলাম, এনটিভি অনলাইনের কামরুল ইসলাম, এশিয়ান টিভির পনির ভূঁইয়া, মোক্আতার হোসেন আজাদ, মো. শাহ জালাল মিয়া, কামরুল ইসলাম পাপ্পু, মাসুম মাহমুদ, ফাহাদুল ইসলাম, ময়নাল হোসাইন, কে এম রাজু, আকতার হোসেন, এম মোক্তার, জসিমউদ্দিন রাজিবসহ সোনারগাঁ উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মানবন্ধনের বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে যা পুরো বিশ্ব দেখেছে। যে দেশে সাংবাদিকরাই সুরক্ষিত না সেই দেশের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।