প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১, ২০২৫, ৬:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৫, ৩:৩৮ অপরাহ্ণ
নারীবাদ যেন খারাপ কথা, যার অর্থই বোঝে না বেশিরভাগ পুরুষ: ফাতিমা
বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ বলেছেন, নারীবাদের অর্থই বোঝেন না পুরুষেরা। নারীবাদ যেন খারাপ কথা, যার অর্থই বোঝে না বেশিরভাগ পুরুষ। নারীবাদের আসল সংজ্ঞা তাদের কাছে এখনো স্পষ্ট নয়। তাই নারীবাদীদের দেখলে রেগে যান তারা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই বললেন অভিনেত্রী।
ফাতিমা সানা শেখ বলেন, নারীবাদ মানে পুরুষবিদ্বেষ নয়, বরং সবার জন্য সমতা প্রতিষ্ঠা করা। অনেক পুরুষ এই শব্দটি না বুঝে এটিকে ভুলভাবে দেখে বা প্রত্যাখ্যান করে। নারীবাদ হলো লিঙ্গ নির্বিশেষে সবার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সমতার একটি আন্দোলন।
তিনি বলেন, পুরুষদের যদি প্রশ্ন করা হয়— আপনি কি নারীবাদী? ওরা রেগে গিয়ে জবাব দেন— না না, আমি নারীবাদী নই। যেন নারীবাদী কথাটা খুবই খারাপ। আসলে এরা নারীবাদী কথার অর্থই জানে না। ভাবে, নারীবাদী হওয়া খুব খারাপ।
কিন্তু ‘ধক ধক’ ছবির পরিচালককে দেখে অন্য ভাবনা তৈরি হয়েছে ফাতিমার। অভিনেত্রী বলেন, এ সিনেমার কিছু দৃশ্য এমন— দেখে মনে হবে পরিচালক নিশ্চয়ই কোনো নারী। তিনি বলেন, ভেবেছিলাম সিনেমার পরিচালক কোনো নারীই এমন দৃশ্য রাখতে পারেন। কিন্তু পরে দেখলাম— এ তো পুরুষ। উনি খুবই নারীবাদী পুরুষ। এর মানে এই নয় যে, উনি পুরুষবিরোধী বলে জানান ফাতিমা সানা শেখ।
সম্প্রতি অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে ফাতিমা সানা শেখের। অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বিজয় নাকি ফাতিমার সঙ্গেই সম্পর্কে রয়েছেন।
ফাতিমা ও বিজয় ‘গুস্তাখ ইশ্ক’ সিনেমায় জুটি বেঁধেছেন। অভিনেত্রীর সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিজয় সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমার সত্যিই ওর সঙ্গে কাজ করতে ভালো লাগে। ও খুবই খাঁটি মানুষ এবং ভালো অভিনেত্রী। এর পাশাপাশি ও কিন্তু খুবই রসিক। সব সময় আনন্দ করতে ভালোবাসে। তবে কাজে কোনো ফাঁকি নেই ওর। প্রত্যেকটি দৃশ্যে নিজের ১০০ শতাংশ দেয় ও।
Copyright © 2025 Dakhduth. All rights reserved.