
নাটকের বর্তমান সময়ের অভিনেত্রী ফারিণ খান। আলোচিত সব নাটক ও অভিনয়শৈলী দিয়ে হয়ে উঠেছেন দর্শকপ্রিয় মুখ। তবে তার ক্যারিয়ার শুরু হয় ‘ধ্যাৎতিরিকি’ নামে একটি সিনেমা দিয়ে।
নাটকে নিয়মিত এ অভিনেত্রীর পথচলা ততটা মসৃণ ছিল না। এক দশকের অভিনয় জীবনে নানা প্রতিকূলতা ডিঙিয়ে আজকের অবস্থানে আসতে হয়েছে তাকে। তবু অভিনয়কে আকড়ে ধরে চলতে চান আরও দীর্ঘ পথ। এ প্রসঙ্গে ফারিন বলেন, ‘অভিনয় অঙ্গনের সবচেয়ে ছোট্ট মানুষটি আমি। এখনো হাতেখড়িই চলছে। নিজের অভিনয় নিয়ে আমি সন্তুষ্ট নই। আরো বহুদূর যেতে হবে আমাকে। চেষ্টা করছি ভালো কিছু করার। অবশ্যই দর্শকের ভালোবাসা পাবার জন্যই কাজ করি। আরো ভালো ভালো গল্পের নাটকে এবং সিনেমাতে অভিনয় করতে চাই।’
এদিকে নতুন কোনো সিনেমায় এখন কাজ না করলেও, ফারিন অভিনীত তিনটি সিনেমা রয়েছে মুক্তির তালিকায়। এগুলো হলো ‘আয়না’, ‘প্ল্যানার’, ‘ফেসবুক’। নাটক, সিনেমার বাইরে এ অভিনেত্রীকে মিউজিক ভিডিওর মডেল হতেও দেখা গেছে। আসিফ আকবরের ‘প্রেমের নদী’ ও শেখ সাদীর ‘তোমায় ছোঁয়ার ইচ্ছে’ দুটি মিউজিক ভিডিওতেও মডেল হয়ে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি।











