প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৬:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
মৃত্যুকে কাছ থেকে দেখে যে কথা ভাবছিলেন সাইফ
পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান চলতি বছরের জানুয়ারি মাসে দুষ্কৃতকারীর হামলায় গুরুতর আহত হন। মধ্যরাতে বাড়িতে চুরি করতে এসে বাধা দেওয়ায় সাইফের ওপর হামলা চালায় সেই দুষ্কৃতকারী। ছুরিকাহত হওয়ার পর চোখের সামনে ভেসে উঠেছিল নিজের পুরো জীবন। মৃত্যুকে কাছ থেকে দেখে ঠিক কেমন অনুভূতি ছিল, সে কথাই জানালেন অভিনেতা।
সেই সময় সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় স্তব্ধ হয়েছিল পুরো বলিউড। সেই ঘটনা আজও তাড়া করে বেড়ায় অভিনেতাকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ আলি খান বলেছেন, মনে হচ্ছিল একজন মানুষ কতটা সৌভাগ্যবান হতে পারে। ছুরিটা আমার বুকের খুব কাছে ছিল। তার ওপরে পিঠে বসা ছুরি নিয়ে হেঁটে যাওয়া। এ তো আমার কাছে সত্যিই অবাক করার মতো ঘটনা। কিন্তু সেখান থেকেই কোনোমতে হাসপাতালে পৌঁছে ছিলেন তিনি।
সেই সময় ছুরিকাহত অবস্থায় তার মাথায় কী ভাবনা এসেছিল—এমন প্রশ্নের উত্তরে সাইফ আলি বলেন, হয়তো অ্যাড্রিনালিনের জন্য এসব ভাবনা মাথায় আসছিল। মনে হচ্ছিল— এই জীবনটা কত রঙিন ছিল। সত্যিই আমি কত কিছু পেয়েছি। শুধু আর্থিক প্রাপ্তি নয়। কত মানুষের ভালোবাসা পেয়েছি। কত সুন্দর জায়গায় বেড়াতে গিয়েছি। ওয়াইন পান করেছি। স্ত্রী-সন্তানদের নিয়ে সময় কাটিয়েছি।
Copyright © 2025 Dakhduth. All rights reserved.