সুখবর দিলেন জয়া

সুখবর দিলেন জয়া

একের পর এক চমক দিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শাকিব খানের ঈদের সিনেমা ‘তাণ্ডব’-এ তার অভিনয় দর্শকদের মন জয় করেছে। শুধু তাই নয়, ‘উৎসব’ সিনেমাতেও চমক দেখিয়েছেন তিনি। তারই ধারাবাহিকতায় জয়া ভক্তদের জন্য থাকছে একটি নয়, দুটি সুখবর।

এবারও একই মাসে মুক্তি পাচ্ছে জয়ার দুই সিনেমা। এর মধ্যে একটি প্রেক্ষাগৃহে অন্যটি ওটিটি প্ল্যাটফর্মে। আর এই সুখবরটি দিয়েছেন অভিনেত্রী নিজেই। জানিয়েছেন, তার ‘ফেরেশতে’ মুক্তি পাচ্ছে সিনেমা হলে আর ওটিটিতে আসছে ‘জয়া আর শারমিন’।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় ‘ফেরেশতে’ নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি। জয়া আহসানের পাশাপাশি এতে অভিনয় করেছেন সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা এবং শিশুশিল্পী সাথী। এই সিনেমার সহপ্রযোজক হিসেবেও রয়েছেন জয়া।

দেশে মুক্তির আগে ‘ফেরেশতে’ ইতিমধ্যে আন্তর্জাতিক পর্যায়ে সাড়া ফেলেছে। ২০২২ সালে নির্মিত সিনেমাটি প্রদর্শিত হয়েছে একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। জিতেছে পুরস্কারও। খুব শিগগিরই এর মুক্তির দিনক্ষণ জানানো হবে।

অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি ঘোষণা দিয়েছে, চলতি মাসেই তাদের প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি গেল ১৬ মে মুক্তি পায় প্রেক্ষাগৃহে। এবার এটি দেখা যাবে চরকিতে।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে দুই নারী চরিত্রকে কেন্দ্র করে। করোনা মহামারির সময় তারা একসঙ্গে দীর্ঘ সময় ধরে গৃহবন্দী হয়ে পড়ে। শুরুর পেশাগত সম্পর্ক সময়ের সঙ্গে রূপ নেয় এক আন্তরিক বন্ধনে। রান্না, গল্প, পুরোনো স্মৃতিচারণে একে অপরের সঙ্গী হয়ে ওঠে তারা। তবে এই ঘনিষ্ঠতার মধ্যেও থেকে যায় এক অদৃশ্য দেয়াল। জয়ার তারকাখ্যাতি আর শারমিনের সাধারণ জীবনের ব্যবধান একসময় সম্পর্কটিকে জটিল করে তোলে। এই দ্বৈততার টানাপড়েনেই নির্মিত হয়েছে ‘জয়া আর শারমিন’।

এতে জয়া আহসান অভিনয় করেছেন নিজের নামের চরিত্রে আর শারমিন চরিত্রে দেখা যাবে মহসিনা আক্তারকে। এ সিনেমার সহপ্রযোজক হিসেবেও রয়েছেন জয়া।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার