
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আলেম-ওলামাদের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে কাদীয়ানীদের কে অমুসলিম ঘোষণা ও সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে সম্মেলন সফল করার লক্ষে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) দুপুরে সোনারগাঁ মডেল মসজিদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সোনারগাঁয়ের মাদ্রাসা মসজিদের প্রিন্সিপাল, সিনিয়র শিক্ষক, প্রতিটি মসজিদের ইমাম ও খতিব সহ আলেম উলামা ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে বলেন, আমাদের এক দফা এক দাবি কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে এবং তাদের সকল নিষিদ্ধ কার্যক্রম বন্ধ করতে হবে অন্যথায় ঢাকা অচল করে দেওয়া হবে।
আগামী ১৫ই নভেম্বর ঢাকা আল্লামাদের মহাসমাবেশে এই সিদ্ধান্ত দিতে হবে কাদিয়ানীরা অমুসলিম। কোন নাটকীয়তা ও বিকল্প রাস্তার সুযোগ নেই এটা ১৮ কোটি মুসলমানদের প্রাণের দাবি। বিদায় ভাষণে নবী করীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছিলেন, আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না। অথচ কাদিয়ানীরা নবী মানে না নবীর পরে নবী আসবে এমন মন্তব্যে জাতি আজ বিভ্রান্ত তারা জাতিকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে এই কাদিয়ানীকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে করতে হবে। এই মুহূর্তে এক দফা এক দাবি কাদিয়ানী অমুসলিম ঘোষনা।
সভায় সভাপতিত্ব করেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সোনারগাঁ শাখার সভাপতি হাফেজ মাওলান মহিউদ্দীন খান এবং পরিচালনা করেন মুফতি সাঈদুর রহমান ও মাও. মুহাম্মাদুল্লাহ, উদ্ভোধনী বক্তব্য রাখেন মুফতী জহিরুল ইসলাম ফারুকী।
বক্তব্যে বক্তরা আগামী ১৫ নভেম্বর খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।











