অন্যায়কারীরা বার বার পালিয়ে যায়: অধ্যাপক মামুন মাহমুদ

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, বর্তমানে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আছেন কিন্তু আমরা পালিয়ে যাই নাই। সে যত অত্যাচার জুলুমই করেছে, আমরা দেশ ছেড়ে যাই নাই। এ ঘর থেকে ওই ঘরে সরে থেকেছি কিন্তু আবারও আপনাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছি। যারা অন্যায় করে, লুটপাট করে, তারাই বার বার পালিয়ে যায়।

তিনি বলেন,দীর্ঘ সংগ্রামের পর নেতাকর্মীরা এখন মুক্ত ও স্বাধীন। তিনি মন্তব্য করেছেন, “এই দেশে হাসিনা নাই পালিয়ে গেছে। আমরা এখন বুক ফুলিয়ে চলতে পারি, কথা বলতে পারি।”

মামুন মাহমুদ আরও বলেন, “আপনাদের দাবি আদায় করতে গিয়ে, ভোটের অধিকার আদায় করতে গিয়ে অনেকেই মামলা খেয়েছে, জেল খেটেছে।”
“আমরা এখন আমাদের মত প্রকাশ করার সুযোগ পাব। সামনে যদি ভালো কোনো প্রার্থী আসে তাহলে আপনারা বিবেচনা করবেন। যদি ধানের শীষের ভালো প্রার্থী আসে তাহলে আপনারা বিবেচনা করবেন এটা আমার অনুরোধ।”

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার