
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রতিষ্ঠা ও খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য সবাইকে জুলুম, বৈষম্য ও স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
মঙ্গলবার (৪নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা মামুনুল হক বলেন, মানুষের বানানো তন্ত্র-মন্ত্র নয়, আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর প্রদত্ত খেলাফত শাসনব্যবস্থা। আগামী বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। জুলুম ও বৈষম্যহীন বাংলাদেশ।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবে যারা শাহাদাতের রক্ত দিয়েছেন, ২০২১ সালের মোদী বিরোধী আন্দোলনে, ২০১৩ সালে নবী করিম (সা.)-এর সম্মান রক্ষার জন্য শাপলা চত্বরে এবং ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে যারা জীবন উৎসর্গ করেছেন- তাদের ত্যাগের রক্তই হবে আগামীর জুলুম মুক্ত বাংলাদেশের ভিত্তি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা উসমান গনি।
এতে আরও বক্তব্য দেন, নেত্রকোনা-১ আসনে দলের মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী, খেলাফত মজলিসের নায়েবে আমির আল্লামা আলী উসমান, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল্লাহ হাদী, জেলা সভাপতি আল্লামা জিয়া উদ্দিন, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, মুফতি মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক আসাদুর রহমান আকন্দ, কলমাকান্দা উপজেলার সহ-সভাপতি কেফায়েত উল্লাহ এবং দুর্গাপুর উপজেলার সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।











