বিশেণ প্রতিনিধি:
জাতীয় নির্বাচনের জন্য নারায়ণগঞ্জ -৩ আসনে (সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ) বিএনপির সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পর নানা বিচার-বিশ্লেষণ চলছে। এ আসনে দলের আন্তঃবিরোধ এবং প্রার্থী নিয়ে অসন্তোষের কারণে এই আলোচনা ডালপালা মেলছে। এর মধ্যে জামায়াতের কেন্দ্রীয় কমিটির সুরা সদস্য প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার বিপরীতে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে নিয়ে মনোনয়ন বঞ্চিতদের আলোচনা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। এ আসন থেকে বিএনপির মনোনয়ন বঞ্চিত স্থানীয় নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট মনোনয়ন পূনবিবেচনার জন্য পাঠানো এক চিঠিতে জানিয়েছেন জামায়াতের ডক্টরেটধারী শক্ত প্রার্থীর বিপরীতে তাদের প্রার্থী তুলনামূলক দুর্বল।
স্থানীয় পর্যায় থেকে এমন অভিযোগ ও ইঙ্গিত পেয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলেছেন এ প্রতিবেদক। শীর্ষ পর্যায়ের এসব নেতা প্রকাশ্যে কিছু বলতে রাজি হননি।
নেতাকর্মীরা বলছেন, বিএনপিতে যোগ্য মনোনয়নপ্রত্যাশী থাকাই স্বাভাবিক। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কথা বিবেচনায় রেখে যেসব যোগ্যতার ভিত্তিতে নিজেদের প্রার্থী বাছাই করা উচিত, কিছু কিছু আসনে তা হয়নি। আন্দোলন-সংগ্রামে ভূমিকা, নেতাকর্মীর কাছে গ্রহণযোগ্যতা, এলাকায় জনপ্রিয়তা এবং স্থানীয় নাকি বহিরাগত– এমন অনেক বিষয় সামনে রেখে প্রার্থী বাছাই করা হয়েছে। যেহেতু অনেক বড় দল সেহেতু কিছু আসনে এর ব্যতিক্রম হতেই পারে। বিশেষ করে যেসব আসনে জামায়াতের ‘হেভিওয়েট’ প্রার্থী কিংবা ‘ভোটব্যাংক’ আছে, সেসব আসনে বিএনপি দ্বিতীয় বা তৃতীয় সারির কিছু নেতা সামনে নিয়ে এসে মনোনয়ন দিয়েছে। তাদের ‘দুর্বল’ প্রার্থী আখ্যা দিয়ে ভোটের মাঠে এর বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছেন নেতাকর্মীরা। তবে তারা জানিয়েছেন, চূড়ান্ত মনোনয়নের সময় এসব বিষয়কে গুরুত্ব দেওয়া হবে।
অনুসন্ধানে জানা যায়, নারায়ণগঞ্জ -৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া। শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে সোনারগাঁ উন্নয়ণ ফোরাম, ইকরা ইসলামিক পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ, এডুকেশন রিসার্চ সেন্টার, আল ইখওয়ান প্রোপার্টিজ লিমিটেড, আল ইহসান দারুল ইতাম এর দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে সোনারগাঁও ইশাখাঁ ফাউন্ডেশন ও সোনারগাঁ স্পোর্টিং ক্লাবের দায়িত্বে আছেন। তিনি সোনারগাো আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। সোনারগাঁ আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় ও সোনারগাঁ আইডিয়াল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মেম্বার সেক্রেটারি।
সেবার মনমানসিকতা এবং ব্যক্তিত্বের কারিশমা দিয়ে ভোটাদের মন জয় করতে প্রতিদিনই মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূঁইয়া। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ নির্মূল, দূষণমুক্ত পরিবেশ, শিক্ষার মানোন্নয়ন এবং খাল নদী দখলমুক্ত করার ম্যান্ডেড নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানিয়ে অধ্যাপক মোঃ রেজাউল করিম,আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন, অধ্যাপক মামুন মাহমুদ ওয়ালিউর রহমান আপেল, খন্দকার মোঃ আবু জাফর, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, আল মুজাহিদ মল্লিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর লিখিত আবেদন দাখিল করেন। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই বলে আবেদনে অভিযোগ তোলা হয়। একপর্যায়ে জামায়াত মনোনীত প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার বিরুদ্ধে এই প্রার্থীকে নিয়ে নির্বাচনে জয় সম্ভব নয়’ বলেও ইঙ্গিত করেন।
এরপর থেকেই প্রশ্ন উঠেছে আবেদনকারীরা মান্নানের বিরুদ্ধাচরণ করছেন নাকি জামায়াত নেতার কাছে পরাজয়ের আশঙ্কা থেকে আরো শক্তিশালী প্রার্থী খুঁজছেন। জনমনে প্রশ্ন উঠেছে, তাহলে কি ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার মুখোমুখি দাঁড়ানোর মতো নেতা কি বিএনপিতে আছে?