প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৩:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ
বিএনপিতে পদ স্থগিত ফজলুর রহমানকে যে পরামর্শ দিলেন মেজর আখতার
বিএনপি চেয়ারপারসনের পদ স্থগিত হওয়া ফজলুর রহমানের ভূয়সী প্রশংসা করেছেন দলটি থেকে বহিষ্কার হওয়া নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তিনি বলেছেন, ফজলুর রহমান ঝুঁকি নিয়েছেন, তিনি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে কথা বলেছেন। এজন্য তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই।
সম্প্রতি এক ভার্চুয়াল টকশোতে তিনি এসব কথা বলেন। ওই টকশোতে ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি ও সাংবাদিক মাসুদ কামাল উপস্থিত ছিলেনা।
মেজর আখতার বলেন, ফজলুর রহমানের অবস্থান দেখে সবাইকে ভাবতে হবে আগামী নির্বাচনে মুক্তিযোদ্ধা, স্বাধীনতার পক্ষ ও আওয়ামী লীগের পক্ষে একটা ইতিবাচক সাড়া পড়তে পারে।
ফজলুর রহমানকে আঞ্চলিক রাজনীতির বাইরে এসে জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখার পরামর্শ দেন আখতারুজ্জামান রঞ্জন। বলেন, এখন ফজলুর রহমান যদি সাহস করে আরও এগিয়ে যেতে চান, আবার যদি তিনি মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করার ডাক দেওয়ার সাহস দেখাতে পারেন, যদি এটাকে তিনি তার এলাকাভিত্তিক বা আঞ্চলিক রাজনীতির ভেতরে না রেখে জাতীয় রাজনীতিতে নিয়ে আসতে চান, তাহলে মনে হয় এটাই তার মোক্ষম সময়। সেই লিডটা তিনি এখন নিতে পারেন। তিনি যদি সেভাবে এগোতে চান আমি মনে করি, গোপনে আওয়ামী লীগের বিশাল সাপোর্ট তিনি পাবেন। গত তিন দিনে তিনি অনেক সাপোর্ট পেয়েছেন। এখন দেখতে হবে ফজলুর রহমান এখন কোন দিকে মুভ করেন।
Copyright © 2025 Dakhduth. All rights reserved.