বিশেষ প্রতিনিধি :
বাঁচতে চায়, আমানের আগ্রাসন থেকে, ওরা মৌলিক অধিকার চায়, ওরা শিক্ষার পরিবেশ চায়, ওরা ভূ-কম্পন থেকে মুক্তি চায়, ওরা দূষণমুক্ত পরিবেশ। ১০ গ্রামের মানুষের মৌলিক অধিকার হরনের অভিযোগ উঠেছে আমান সিম কম্পানির বিরুদ্ধে। সে অধিকার ফিরে পেতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নে আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে ১০ গ্রামের শতশত মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় সোনারগাঁ থানা রোড থেকে বারদীর রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১ঘটিকার সময় আমান সিমেন্ট কোম্পানির মেইন গেইটের সামনে মোবারকপুর, মামরকপুর, নগর জোয়ার, রায়পুর, উলুকান্দি, দাউদেরগাঁও, সোনাময়ী, খংসারদী, পানাম গাবতলী, হাড়িয়া গ্রামের শতশত এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
ভুক্তভোগী এলাকাবাসী তাদের বক্তব্যে বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা আমরা বাচঁতে চাই, আমাদের পরবর্তী প্রজন্মকেও বাচাঁতে চাই। আমান গ্রুপের ভূকম্পন, শব্দ, বায়ু, পরিবেশ দূষণ, নদীর পানিতে বর্জ্য নিষ্কাসনে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রচন্ড শব্দ দূষণের কারণে ছেলে মেয়েদের লেখা পড়া করতে পারছে না, শব্দ দূষণের কারণে মাথা ব্যথা সহ নানান রোগে আক্রান্ত হয়ে পড়েছে গ্রামের মানুষ। প্রচন্ড ভূকম্পনের ফলে বাড়ি ঘরে ফাটল দেখা দিয়েছে এবং বায়ু দূষণের ফলে আগের মত জমিতে ভালো ফসল হচ্ছে না।
তারা আরো বলেন এ বিষয়ে প্রতিকার পেতে এর আগেও কয়েকবার মানব বন্ধন ও বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দিয়ে কোনো প্রতিকার পাইনি। বার বার আশ্বাস দিলেও কোন প্রতিকার না পেয়ে রক্ষণশীল পরিবারের নারীরাও জীবন বাঁচাতে আজ আবারো মানববন্ধন করতে বাধ্য হই। মানবন্ধন ও বিক্ষোভ মিছিল চলাকালে বারদী টু সোনারগাঁ থানা রোড এর যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন ও রাস্তা অবরোধের খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ এসআই পংকজ এসে এলাকাবাসীর সাথে কথা বললে এলাকাবাসী রাস্তা ছেড়ে দিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে, পরে যানবাহন চলাচল স্বাভাবিক নিয়ন্ত্রণে ফিরে আসে।
আমান সিমেন্ট কোম্পানির ডিপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, কোম্পানীর কোন বর্জ্য আমরা নদীত ফেলিনা, শব্দ ও বায়ু এবং ভূকম্পন কি ভাবে কমানো যায় তার সমস্যা সমাধানে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করব।