
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮) প্রকাশ্য দিবালোকে গলাকেটে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)
শুক্রবার (৮ আগস্ট) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানায় সদ্য প্রয়াত অনুসন্ধানী সাংবাদিক সাঈদুর রহমান রিমনের প্রতিষ্ঠিত এ সংগঠনটি।
জানা গেছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।
এ ঘটনা প্রসঙ্গে বিএসসির প্রতিষ্ঠাতা সদস্য গাজী মোবারক বলেন, সাংবাদিকের ওপরে রাতের আঁধারে সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। ৫ আগষ্টের পর পরিবর্তন হয়েছে ভয়ে আমরা অনুধাবন করতে পারছি না। আগে সাংবাদিকদের টুটি চেপে ধরা হতো এখন টুটি কেটে ফেলছে। প্রশাসনের নিরবতা ও বিচারহীনতা এর জন্য দায়ী।
এটা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএসসি নেতা বলেন, অভিযুক্তদের যথাযথ বিচার হয় না বলেই এমন ঘটনার পুনরাবৃত্তি দেখতে হচ্ছে। আমরা এই বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি চাই। গণমাধ্যম কর্মীদের জীবনের নিরাপত্তা চাই।