সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
দেশের মানুষ আজ পরিবর্তন চায়, ন্যায়, সুশাসন চায়, শান্তি চায়। জামায়াতে ইসলামীর মার্কা দাড়িপাল্লা নির্বাচিত হলে সোনারগাঁয়ের প্রতিটি গ্রামে বাড়ি বাড়ি বৈধ গ্যাস সংযোগ দেয়া হবে ও কোন প্রকার টাকা নেয়া হবে না। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কেন্দ্রীয় শিক্ষা বিভাগের সেক্রেটারি, এডুকেশন সোসাইটির পরিচালক জামায়াতে ইসলামীর মনোনীত নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁ -সিদ্ধিরগঞ্জ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া গণসংযোগ কালে এসব কথা বলেন।
শুক্রবার ২৪ অক্টোবর সকালে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আলগীরচর গ্রামে গণসংযোগকালে তিনি আরো বলেন, অতীতে আমরা অবৈধ গ্যাস সংযোগ পাওয়ার জন্য অনেক অনেক টাকা চাদা দিয়েছি কিন্তু বেশি দিন গ্যাস ব্যবহার করতে পারিনি। অবৈধ ছিল তাই লাইন কেটে দিয়েছিল।কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশে গ্যাস পাচার করা হচ্ছে। আমাদের গ্যাস আমরা পাচ্ছি না। আমি কথা দিচ্ছি আপনারা যদি আমাকে জামায়াতে ইসলামীর মার্কা দাড়িপাল্লাকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাতে পারেন তাহলে সোনারগাঁয়ের প্রতিটি বাড়িতে বৈধ গ্যাস সংযোগ দেয়া হবে। পার্লামেন্টে আমার প্রথম চাওয়া হবে বৈধ গ্যাস সংযোগ ইনশাআল্লাহ।
সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে মানসম্মত প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হবে এবং সোনারগাঁয়ের কোন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য শহরে যেতে হবে না। সোনারগাঁয়ে মানসম্মত বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে। স্বাস্থ্য ব্যবস্থা খুবই নাজুক উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করার জন্য প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন প্রসিদ্ধ চিকিৎসকের মাধ্যমে পরিচালনা করা হবে।
তিনি আরো বলেন, আমরা একটি সোনালী সমাজ উপহার দিতে চাই—যেখানে থাকবে ন্যায়, সুবিচার ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। ইসলামি আদর্শভিত্তিক কল্যাণকর সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দেশের মানুষ আজ পরিবর্তন চায়, সুশাসন চায়, শান্তি চায়। ইনশাআল্লাহ, জনগণের ভোটে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয়ের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে।”
নারীর ক্ষমতায়ন ও ন্যায়ের সমাজ গঠনে জামায়াতে ইসলামী দৃঢ়ভাবে কাজ করছে। সমাজের প্রতিটি স্তরে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করা হবে, ইনশাআল্লাহ। আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয়—এটি ন্যায়, সত্য ও জনগণের কল্যাণের জন্য।
গণসংযোগে আরো উপস্থিত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ থানার কর্মপরিষদ সদস্য ও বারদী ও নোয়াগাঁও ইউনিয়নের তদারককারী মাওলানা ডাক্তার আবু বক্কর সিদ্দিক রোমান, বারদী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ মজিবুর রহমান মোল্লা, সেক্রেটারি হাফেজ কামাল হোসাইন, জামায়াত নেতা আব্দুল মতিন, শামীম, রবিউল আউয়াল, মাওলানা ইমরান, রফিক মেম্বার সহ অসংখ্য জামায়াতের নেতাকর্মীরা।