সোনারগাঁয়ে যোগদানের ৩য় দিনে ওসির বদলী

এর আগে গত ৭ ‍জুলাই নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমারের সই করা এক চিঠিতে এই নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত ওই ওসির নাম ইসমাইল হোসেন।

উল্যেখ্য গত ৭ ই জুলাই ইসমাইল হোসেন সোনারগাও থানায় যোগদান করেছিলেন।

পুলিশ সদর দফতর সূত্র জানায়, গত ১৭ জুন পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল রেঞ্জ ডিআইজি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের চিঠির মাধ্যমে একটি নির্দেশনা দেওয়া হয়। যেখানে বলা হয়েছে, ৫২ বছরের ওপরে কোনো পুলিশ পরিদর্শককে থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।

ওই চিঠিতে জানানো হয়, গত ১৬ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে পলিসি গ্রুপের একটি মিটিং অনুষ্ঠিত হয়। সভায় একটি উল্লেখযোগ্য সিদ্ধান্ত হচ্ছে, যেকোনো থানার অফিসার ইনচার্জ হিসাবে ৫২ বছরের ওপরে কোনো পুলিশ পরিদর্শককে পদায়ন করা যাবে না।

পুলিশ সদর দফতর থেকে জানা গেছে, পুলিশ পরিদর্শক মো. ইসমাইল হোসেনের বয়স ৫৪ বছর। তাকে গত সোমবার (৭ জুলাই) নারায়ণগঞ্জ জেলার এসপি সোনারগাঁ থানায় ওসি হিসেবে পদায়ন করেন। পরিদর্শক ইসমাইল হোসেন পোস্টিং অর্ডার পেয়ে ওই দিনই সন্ধ্যায় সোনারগাঁ থানায় ওসি হিসেবে যোগ দেন।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে নারায়ণগঞ্জের এসপি প্রত্যুষ কুমার বলেন, ‘ডিপার্টমেন্টের ভালোর জন্য অনেক বিষয়ে সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। ইনসপেক্টর ইসমাইল হোসেনকে সোনারগাঁ থানায় ওসি হিসেবে পদায়নের আগে সিনিয়রদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এক্ষেত্রে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা ভায়োলেট করা হয়েছে কি না? জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।

পুলিশ সদর দফতর থেকে জানা যায়, এসপি প্রত্যুষ কুমার বর্তমানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকেই পাত্তা দিচ্ছেন না। যা ইচ্ছা তাই করছেন। যখন যাকে মনে হচ্ছে তখন তাকে বদলি করছেন। এতে মোটা অংকের টাকার বাণিজ্য হচ্ছে বলে অভিযোগ উঠেছে। যোগ্যতার মাপকাঠি যাচাই না করেই এসব করা হচ্ছে বলেও পুলিশ সদর দফরের একাধিক কর্মকর্তা জানান। তারা এও জানান যে, প্রত্যুষ কুমারের মতো আরও যেসকল এসপি এরকম আচরণ করছেন তাদের বিষয়ে পুলিশ সদর দফতর খোঁজ রাখছেন। শিগগিরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

সোনারগাঁ থানায় ওসি হিসেবে পদায়ন হওয়া মো. ইসমাইল হোসেন বলেন, ‘পোস্টিং অর্ডার পেয়ে সোমবার ওসি হিসেবে যোগ দিয়েছি।’ পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলেও জানান।

ইসমাইল হোসেনের বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, দেশের শীর্ষ ধনী ওসিদের মধ্যে তিনি একজন। জুলাই গণঅভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে টাঙ্গাইলের ভুয়াপুর থানা, গাজীপুরের টঙ্গী ও গাছা থানা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বরিশাল থানা ও কুমিল্লার বুড়িচং থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বারবারই অনিয়ম আর দুর্নীতির কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

ইসমাইল হোসেন বরিশাল থানার ওসি থাকাকালীন তার নামে বিভাগীয় মামলা হওয়ার পর তাকে স্ট্যান্ড রিলিজও করা হয়। ওসি ইসমাইল হোসেন চলেন বিলাসবহুল প্রাডো গাড়িতে। গ্রামের বাড়ি নরসিংদীর সিলমান্দি এলাকায় ৫৬ বিঘা জমি রয়েছে তার।

এছাড়া, গাজীপুরের গাছা এলাকায় ২০ বিঘা জমিতে গরুর খামার রয়েছে তার। দুই ছেলে আমেরিকায় লেখাপড়া করেন। গত বছর কোটি টাকা খরচ করে বড় ছেলেকে বিয়ে দিয়েছেন। উত্তরার ৪ নম্বর সেক্টরে সুবাস্তু টাওয়ারে ৩ হাজার ২০০ স্কয়ার ফিটের দুই কোটি টাকা দামের আলিশান ফ্লাটও রয়েছে তার।

ইসমাইল হোসেন রূপগঞ্জের ওসি থাকাকালীন তিন মাসেই ১৮টি হত্যাকাণ্ড ঘটে। মূলত রূপগঞ্জের ওসি থাকাকালীন শত কোটি অবৈধভাবে হাতিয়ে নেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ সব বিষয়ে জানতে আবার ওসি ইসমাইল হোসেনকে ফোন করা হলে তিনি বলেন, ‘প্রমোশনের সময় এলেই একটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ আমার বিরুদ্ধে উঠেপড়ে লাগে। এবারও তাই হয়েছে।’

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার