পাবনার ঈশ্বরদীতে দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে শাহ ফতেহ আলী নামে একি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।
পুলিশ জানায়, কুয়াকাটা থেকে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঈশ্বরদী উপজেলার মিরকামারী চাঁদ আলী মোড় এলাকায় পৌঁছালে মহাসড়কের উপর জমে থাকা কাদামাটির কারণে বাসের চাকা পিছলে যায়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মহাসড়কের ওপর উল্টে পড়ে দুমড়ে-মুচড়ে যায় বাসটি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
পাকশী হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।