এ হাসি রবে অমলিন – ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

 

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল ড. মোঃ ইকবাল হোসাইন ভূঁইয়া সোনারগাঁয়ের মানুষের মুখে তৃপ্তির হাসি ফোটাতে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাচ্ছেন। তিনি আল-কোরানের আলোকে সমাজ গড়ার লক্ষে আগামী সংসদে ডাক্তার শফিকুর রহমানকে দাঁড়িপাল্লা মার্কায় সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ আসনটি উপহার দিতে শান্তিকামী সোনারগাঁবাসীর ঘরে ঘরে বার্তা পৌঁছে দিচ্ছেন।

তিনি জনগণকে পিআর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্বসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে সকলকে ভূমিকা রাখার আহ্বান জানান।

তিনি প্রতিদিন সোনারগাঁ-সিদ্ধির গঞ্জের এ প্রান্ত ও প্রান্ত পর্যন্ত সাধারন মানুষ সহ বিভিন্ন ব্যাবসায়ীদের সাথে ঘুরে খোঁজ খবর নেন। তাদের কাছে দাঁড়িপাল্লায় একটি ভোট চেয়ে খেদমত করার সুযোগ চান।

গণসংযোগ কালে সোনারগাঁয়ের জামায়াত নেতাকর্মী, গণমাধ্যম কর্মী সহ সুশীল সমাজের নেতা কর্মীরা উপস্থিত থাকেন। এ সময় ড. ইকবাল হোসাইন ভূঁইয়া অমলিন হাসি সবাই মুগ্ধ করে। তাঁর হাসির সাথে সাধারন মানুষের হাসি আগামী সোনারগাঁয়ের শান্তির বার্তা দিয়ে যায়। সবার প্রত্যাশা সোনারগাঁবাসীর এ হাসি যেন অমলিন থাকে।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার