কলাবাগানে পড়ে ছিল লুঙ্গি পেঁচানো যুবকের মরদেহ

কলাবাগানে পড়ে ছিল লুঙ্গি পেঁচানো যুবকের মরদেহ

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কলাবাগান থেকে মো. সোহেল নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে পুঠিয়া ইউনিয়নের কান্দ্রা পূর্বপাড়া এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সোহেল পুঠিয়া থানার জরমডাঙ্গা গ্রামের মো. লিলতাব হোসেনের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে কৃষক আব্দুস সালাম তার নিজস্ব কলাবাগানে কাজ করতে গিয়ে ভিকটিম সোহেলের গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পান। তাৎক্ষণিক তিনি স্থানীয়দের জানান এবং পরে খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, মঙ্গলবার সন্ধ্যার আগেই বাড়ি ফিরেছিলেন এবং পরে রাত সাড়ে ৭টার দিকে খাওয়া-দাওয়া শেষে বাজারের দিকে যান তিনি। সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যরা তাকে ফোন করলে ফোন বন্ধ পান।

পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার