
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার প্রতিবাদে বিজয়নগরে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিল করে প্রতিবাদ জানিয়েছে।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মো. সিব্বির আহাম্মেদ, শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, বিজয়নগর উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. শাহ আলম ভূইয়া, সদস্য সচিব মো. খান দেলোয়ার হোসেন, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মো. আল আমিন খন্দকার, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ওসমান খান, উপজলো গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জন্টু মিয়া, মো. শফিক খন্দকার, পাহাড়পুর ইউনিয়ন শাখার আহ্বায়ক মো. সাদ্দাম শিশিরসহ গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
মশাল মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা ভিপি নুরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় দ্রুত সময়রে মধ্যে এই হামলার প্রকৃত অপরাধীদরে খুঁজে বরে করে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।পাশাপাশি এ সময় জাতীয় পার্টিকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি করা হয়।