বিএনপির মনোনয়নবঞ্চিতদের সমর্থকদের বিক্ষোভ অবরোধ

বিএনপির মনোনয়নবঞ্চিতদের সমর্থকদের বিক্ষোভ অবরোধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পছন্দের নেতা মনোনয়ন না পাওয়ায় সেদিন রাতেই কোথাও কোথাও বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কর্মী-সমর্থকরা।

গতকাল মঙ্গলবারও বিভিন্ন স্থানে বিক্ষোভ, সড়ক অবরোধ অব্যাহত ছিল। এদিন দুপুরে মেহেরপুরের গাংনীতে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গাংনী শহর রণক্ষেত্রে পরিণত হয়। ময়মনসিংহের গৌরীপুরে আন্তঃনগর ট্রেন আটকে রেলপথ অবরোধ ও শহরে বিক্ষোভ মিছিল করেন মনোনয়নবঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। সোমবার সন্ধ্যায় প্রার্থী ঘোষণার পরপরই চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী দলের সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ছাড়াও বিক্ষোভ হয়েছে কুমিল্লা সদর, চাঁদপুরের ফরিদগঞ্জ, সাতক্ষীরার কালীগঞ্জ, কুষ্টিয়ার দৌলতপুর, নাটোরের লালপুর ও কক্সবাজারের টেকনাফে। সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর—

ইয়াছিন সমর্থকদের অভিযোগ: কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি করপোরেশন) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে বিক্ষোভ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আমিন উর রশিদ ইয়াছিনের সমর্থকরা। গতকাল মঙ্গলবার পূবালী চত্বরে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিক্ষোভ করেন বিএনপির সহস্রাধিক নেতাকর্মী। সন্ধ্যায় প্রথমে নেতাকর্মীরা ধর্মসাগর পাড়ের দলীয় কার্যালয় থেকে মশাল মিছিল বের করে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূবালী চত্বরে গিয়ে অবস্থান নেন।

নেতাকর্মীদের অভিযোগ, আমিন উর রশিদ ইয়াছিনকে মনোনয়ন না দিয়ে দীর্ঘদিন দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় থাকা একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটিকে তারা ‘অযৌক্তিক ও অগ্রহণযোগ্য’ দাবি করে জানান, এ সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করেছেন।

তাদের আরও অভিযোগ, যেসব নেতা অতীতে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য বাহারের সঙ্গে তাল মিলিয়ে চলেছেন, তাদের ইন্ধনে একটি মহল হাজী ইয়াছিনকে বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে। নেতাকর্মীদের দাবি, কুমিল্লার রাজনীতিতে হাজী ইয়াছিনের বিকল্প নেই।

সোমবার রাতে কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। পরে মিছিল নিয়ে আলেখারচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। এ সময় মঙ্গলবার বেলা ১১টার দিকে আলেখারচর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফের জড়ো হওয়ার কথা থাকলেও ১০টার দিকে ইয়াছিন অনুসারী এসএইচ রবিন খান ফেসবুকে পোস্ট করে জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে হাজী ইয়াছিন ভাই নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ করেছেন। তার অনুরোধে ব্লকেড কর্মসূচি স্থগিত করা হলো।

লাকসামে দোলা অনুসারীদের সড়ক অবরোধ: কুমিল্লা-৯ (লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে দলীয় প্রার্থিতা না দেওয়ায় সড়ক আটকে বিক্ষোভ করেছেন সামিরা আজিম দোলার অনুসারীরা। তিনি বিএনপির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল (অব.) আজিমের মেয়ে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারে অবরোধ ও বিক্ষোভ প্রদর্শন করেন বিএনপির নেতাকর্মীরা। তাদের অভিযোগ, বাবার পর দলের জন্য নিবেদিতপ্রাণ, লাকসাম-মনোহরগঞ্জের অবিসংবাদিত নেত্রী সামিরা আজিম দোলাকে বঞ্চিত করা হয়েছে। এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেন তারা।

রণক্ষেত্র গাংনী শহর: বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে মেহেরপুর-২ (গাংনী) আসনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা-পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গাংনী উপজেলা শহর। গতকাল মঙ্গলবার দুপুরে সাবেক সংসদ সদস্য ও মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আমজাদ হোসেন এবং জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় ২০টি মোটরসাইকেল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে ঘোষিত প্রার্থী আমজাদ হোসেন বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের সঙ্গে অবস্থানকালে মনোনয়নবঞ্চিত জেলা সভাপতি জাভেদ মাসুদ মিল্টনপন্থিরা তাদের ওপর হামলা চালায়। পরে আমজাদ হোসেন নিজ কার্যালয়ে আশ্রয় নিলে প্রতিপক্ষের নেতাকর্মীরা সেখানে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কার্যালয়ের সামনে থাকা মোটরসাইকেল ভাঙচুর করে।

হামলার খবর পেয়ে হাসপাতাল বাজার এলাকা থেকে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর নেতৃত্বে আমজাদের সমর্থকরা একটি মিছিল নিয়ে বাসস্ট্যান্ডে যান। সেখানে পৌঁছে তারা মিল্টনের কার্যালয়ে পাল্টা হামলা চালিয়ে আসবাবপত্র ও চেয়ার টেনে এনে আগুন ধরিয়ে দেয়। এ সময় পুরো শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গাংনী থানার ওসি বানী ইসরাইল গতকাল দুপুরে গণমাধ্যমকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

গৌরীপুর জংশনে ট্রেন আটকে বিক্ষোভ: ময়মনসিংহ ৩ (গৌরীপুর) আসনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে আন্তঃনগর ট্রেন আটকে রেলপথ অবরোধ ও শহরে বিক্ষোভ মিছিল করেছেন মনোনয়নবঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা। গতকাল সকাল সাড়ে ৯টায় গৌরীপুর রেলওয়ে জংশনে রেললাইনের ওপর স্লিপার ফেলে ঢাকাগামী আন্তঃনগর হাওর ট্রেন আটকে রাখেন তারা। এ সময় হিরণের অনুসারীরা ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে অবরোধকারীরা রেললাইনে শুয়ে পড়েন। খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আখতার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম স্টেশনে এসে অবরোধকারীদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে নেন। পরে সকাল ১০টা ১০ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশে স্টেশন ত্যাগ করে।

ফরিদগঞ্জে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ: চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে মনোনয়ন না দেওয়ায় প্রতিবাদে সোমবার সন্ধ্যায় সড়ক অবরোধ ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থকরা। বিক্ষোভে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আমজাদ হোসেন শিপন, পৌর যুবদল সভাপতি ইমান হোসেনসহ হান্নানপন্থি নেতাকর্মীরা।

‘গরিবের ডাক্তার’ শহিদুল মনোনয়ন না পাওয়ায় বিক্ষুব্ধ কালীগঞ্জবাসী: সাতক্ষীরা-৩

(কালীগঞ্জ-আশাশুনি) আসনে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গরিবের ডাক্তার হিসেবে পরিচিত শহিদুল আলম মনোনয়নবঞ্চিত হওয়ায় ক্ষোভে ফুঁসছেন তার অনুসারীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সোমবার রাতে তারা তাৎক্ষণিক রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতক্ষীরা-৩ আসনের জন্য ঘোষিত মনোনয়ন বাতিল করে গণমানুষের নেতা ডা. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ সোহরাব সমর্থকদের: কুষ্টিয়া-৩ (সদর) আসনে মনোনয়নবঞ্চিত বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের মজমপুর গেটে

কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন। এ ছাড়া সদর উপজেলার মধুপুর-লক্ষ্মীপুর এলাকায় আগুন জ্বালিয়ে সমর্থকরা বিক্ষোভ করেছেন।

এ বিষয়ে মনোনয়নবঞ্চিত অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, ‘শুনেছি আমার সমর্থকরা বিক্ষোভ করছেন। আমি শহরের বাইরে আছি। এর বেশি কিছু আমার জানা নেই।’

বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব ও দলের ঘোষিত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ‘কেন্দ্র থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, যিনি মনোনয়ন পাবেন, তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ নির্দেশনা কেউ না মানলে কেন্দ্র ব্যবস্থা নেবে।’

লালপুরে সড়ক অবরোধ: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন পুনর্বিবেচনা ও ছাত্রদলকর্মী জিল্লুর রহমানের ওপরে পুতুল সমর্থকদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছেন মনোনয়নবঞ্চিত ডা. ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। গতকাল বিকেলে লালপুর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি গোপালপুর বাজার প্রদক্ষিণ শেষে গোপালপুর রেলগেটে গিয়ে লালপুর-বনপাড়া সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন। এ সময় গোপালপুর রেলগেটে তীব্র যানজটের সৃষ্টি হয়।

টেকনাফে সড়কের পাশে কলাগাছ লাগিয়ে প্রতিবাদ: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করেছিলেন জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ। দলের ঘোষিত প্রাথমিক মনোনয়ন তালিকায় নেই তার নাম। এখানে মনোনয়ন পেয়েছেন সাবেক হুইপ এবং জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। এটি দেখে বিক্ষোভে ফুঁসে উঠেছেন আবদুল্লাহর সমর্থকরা। তারা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের পাশাপাশি প্রতিবাদ হিসেবে সড়কের পাশে কলাগাছ রোপণ করেন।

সোমবার রাত ১টা থেকে গতকাল ভোর ৪টা পর্যন্ত টেকনাফ পৌর এলাকার বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন আবদুল্লাহর সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা টেকনাফের পুরাতন বাজার, হোয়াইক্যং মোড় ও বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ হিসেবে কলাগাছ রোপণ করেন।

এসব জানার পর আবদুল্লাহর ছোট ভাই ও টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান ফেসবুকে এক স্ট্যাটাসে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান। তিনি লেখেন, ‘দলের সিদ্ধান্তই চূড়ান্ত। সবাইকে ধৈর্য ধরে দলের প্রতি আনুগত্য বজায় রাখতে হবে।’

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার