সাইফুর নিশাদ, মনোহরদী ( নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার বাঘবের মোড়-শেখের বাজার রাস্তায় একটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানে স্থায়ী জলাবদ্ধতা চলছে।এ কারনে সীমাহীন দুর্ভোগ চলাচলকারীদের।চারপাশের বাড়ীঘর, দোকানপাট ও শিক্ষাঙ্গনের প্রয়োজনে মাঠ ভরাট করা হয়ে এখানে। এতে পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাঘাত ঘটে এ রাস্তায় চলাচলকারীদের চরম দুর্ভোগ চলছে এখানে।
মনোহরদীর হাফিজপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন পাকা রাস্তাটিতে আজ প্রায় ৬/৭ বছর ধরে সামান্য বৃষ্টিতেই জজলাবদ্ধতার কারনে চলাচলকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।চলাচলকারীগন দীর্ঘদিন ধরে এ রাস্তা এড়িয়ে ঘুরপথে যাতায়াতে বাধ্য হয়ে আসছেন।রাস্তাটির আশেপাশের বাড়ীঘর দোকানপাট সমূহের নীচুজমি উঁচু হবার পর সামান্য বৃষ্টিতেই জায়গাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে।
সমস্যার তুলনায় এখানকার জলাবদ্ধতার সমাধান অনেক ব্যয়বহুল ও কঠিন নয় বলেই মনে করছেন অনেকেই। সামান্য একটি পানি নিষ্কাষন ব্যবস্থাতেই গুরুত্বপূর্ণ এ রাস্তাটির জলাবদ্ধতা দূর হয়ে চলাচলকারীদের পথ চলা সুগম হতে পারে এখানে।
এ ব্যাপারে সওজ বিভাগের শিবপুর উপ বিভাগীয় প্রকৌশলী রাজিব কুমার দাস জানান, বিষয়টি নিয়ে তারা সক্রিয় রয়েছেন।বরাদ্দ ও টেন্ডার সাপেক্ষে আগামী নভেম্বর ডিসেম্বর মাসের দিকে এখানকার রাস্তা উঁচুকরন ও পানি নিস্কাষন ব্যবস্থায় পদক্ষেপ নেয়া হবে।