প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৭, ২০২৫, ১০:২২ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৫, ১:০২ অপরাহ্ণ
যুবলীগ নেতা দুলাল শরিফ গ্রেফতার
ঝালকাঠির নলছিটি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক দুলাল শরিফকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে পূর্ব মালিপুর গ্রামের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে যুবদল কর্মী আজমল হোসেনকে মারধরের ঘটনায় এবছর (২০২৫ সালে) একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী আজমল হোসেন। এ মামলায় দুলাল শরিফকে গ্রেফতার করা হয়েছে।
নলছিটি থানার ওসি মো. আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামি দুলাল শরিফকে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2025 Dakhduth. All rights reserved.