গতকাল বুধবার সূত্রাপুর থানা ৪৩ নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সম্রাট আওরঙ্গজেব ইবনে শফিক সূত্রাপুর থানা এলাকায় রাস্তার স্ল্যাব ঢালাই ও সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সূত্রাপুর জোনের এস.ও মাহাবুবকে অনুরোধ ও তাগিদ দিয়েছেন। এ সময় তিনি এস.ও মাহাবুবকে সাথে নিয়ে সড়ক পরিদর্শন করেন।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে তিনি সরেজমিনে উপস্থিত হয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। সবুজ স্বপন সংঘ পূজা কমিটির প্রতিনিধি শ্রী রাজেশ ঘোষ, সমির ঘোষসহ আরও কয়েকটি পূজা কমিটির প্রতিনিধিদের সাথে নিয়ে তিনি পাতলা খান লেন, আড়া-পাড়া, শিরিশ দাস লেন, শ্যামা প্রসাদ চৌধুরী লেন ইত্যাদি এলাকার রাস্তা-ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ৪৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রাজিব হোসেন তনু, সূত্রাপুর থানা ছাত্রদলের সদস্য সচিব সাব্বির ভুঁইয়া, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুজন, ৪৩ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-সভাপতি মিজান, ফরাশগঞ্জ ইউনিট যুবদলের সদস্য সচিব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক শুভ সাহা, পাতলা খান ইউনিট যুবদলের আহ্বায়ক রোমান ইসলাম শশী, আহ্বায়ক কমিটির সদস্য রিপন মিয়া, মহল্লাবাসী শুভ পাল ও ফান্টা পাল এবং ৪৩ নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাস্তাঘাটের সার্বিক উন্নয়নে তাদের অঙ্গীকার ব্যক্ত করেন।