সোনারগাঁয়ে বিএনপির মনোনয়ন পাচ্ছেন কে?

নানা কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য নতুন একটি মাইলফলক হতে চলছে। যার ফলে এই নির্বাচনকে ঘিরে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে চলছে ব্যাপক প্রস্তুতি। তবে আসন্ন এই নির্বাচনের তফশিল এখনো ঘোষণা হয়নি। কবে নির্বাচন সেটিও চূড়ান্ত নয়। তবুও প্রার্থী বাছাইসহ নির্বচানি মাঠ গুছাতে ব্যস্ত সময় পার করছে বিএনপি, জামায়াতে ইসলামীসহ অন্য দলগুলো।

এরই মধ্যে জামায়াত বেশ কিছু আসনে প্রার্থীর নাম ঘোষণা করলেও এক্ষেত্রে বিএনপির এমন কিছু চোখে পড়ছে না। যদিও দলটি মনোনয়ন প্রত্যাশী নেতাদের দৌঁড়ঝাপের চিত্র এখন অনেকটাই প্রকাশ্য।

জাতীয় সংসদ নির্বাচনে নারায়গঞ্জের সবচে গুরুত্বপূর্ণ আসন সোনারগাঁয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতাদের লড়াই। তবে যতোদিন যাচ্ছে ততোই দীর্ঘ হচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের লাইন। যদিও এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি লড়াইয়ের কোনো চিত্র, তবে ভেতরকার ঠান্ডা যুদ্ধ টের পাচ্ছেন সবাই। বিশেষ করে মাঠপর্যায়ের নেতাকর্মীরা। কে কার পক্ষে গেলেন আর কে বিপক্ষে, সেই বিশ্লেষণও চলছে নেপথ্যে। যদিও এসব নিয়ে টেনশনে নেই দলের দুঃসময়ের নেতাসহ প্রভাবশালী ছয় নেতা।

তবে সোনারগাঁয়ে হাফ ডজনের বেশী মনোনয়ন প্রত্যাশী মনোনয়নের জন্য মাঠে নেমেছেন। তারা হলেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সাবেক এমপি গিয়াসউদ্দিন, থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, ওয়ালিউর রহমান আপেল, ওয়াহিদ ইমতিয়াজ বকুল, শ্যামা ওয়াজেদ ও মুজাহিদ মল্লিক। জিয়া পরিবারের পুত্রবধূ ও সোনারগাঁয়ের মেয়ে আশার নামএ সামনে আসছে।

দলীয় সুত্রে জানা গেছে, সোনারগাঁয়ে যে ৭জন বিএনপি থেকে মনোনয়নের জন্য মাঠে গণসংযোগ করছেন তাদের মধ্যে সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম যোগ্যতায় এগিয়ে থাকলেও বয়সের কারনে পিছিয়ে আছেন তিনবারের এ এমপি। তিনি একা একা হাটাচলা করতে পারেন না এবং কথাও অস্পষ্ট।

ফতুল্লা সিদ্ধিরগঞ্জের সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গিয়াসউদ্দিন সোনারগাঁ থেকে মনোনয়নের জন্য সোনারগাঁয়ে গণসংযোগ ও উঠান বৈঠক শুরু করেছেন। গত কয়েকদিন ধরে তিনি তার সমর্থকদের নিয়ে মাঠে কাজ করছেন।

জনপ্রিয়তায় এগিয়ে আওয়ামী সরকারের বিরুদ্ধে মাঠে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্বে থাকা থানা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান। তিনি গত ১৮ সালের সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে সোনারগাঁ থেকে নির্বাচন করেছিলেন। মান্নান দু:সময়ে নেতাকর্মীদের পাশে থেকে হামলা মামলা ও জেল জুলুমের শিকার হয়েছেন। তবে ৫ তারিখের পর তার নেতাকর্মীদের লাগামহীন কর্মকান্ডে বিতর্কিত এ নেতা শতভাগ আশাবাদী দল তাকে মুল্যায়ন করবে।

বিএনপির পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও উচ্চ শিক্ষিত, মার্জিত নেতা ওয়ালিউর রহমান আপেল যুব উন্নয়ন অধিদপ্তরের গুরুত্বপূর্ণ পদে চাকরী শেষ করে বিএনপির রাজনীতির সাথে জড়িত হন। তিনি যুব উন্নয়ণে চাকরির সময় সোনারগাঁয়ে অনেক শিক্ষিত বেকারদের সরকারি চাকরি পেতে সর্বাত্মক সহযোগিতা করেছেন বলে জানা যায়। এছাড়াও তিনি বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বন্ধু ও সর্স্পকে ভায়েরা। সে হিসেবে এবারও তিনি মনোনয়ন প্রত্যাশী।

অপরদিকে, মনোনয়ন দৌড়ে এগিয়ে বিএনপির স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ও কেন্দ্রীয় নেতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে ব্যক্তিগত সর্স্পক। তার হাতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। নেতা হিসেবেও তিনি স্বচ্ছ ও পরিচ্ছন্ন। সে কারণে মনোনয়নের জন্য দীর্ঘ সময় ধরে সোনারগাঁয়ে সভা-সমাবেশ ও গণসংযোগ করে বেড়াচ্ছেন। বিএনপির শিক্ষিত নেতাকর্মীদের অধিকাংশই অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক ইমতিয়াজ বকুল ও অলিউর রহমান আপেলের সমর্থক।

এদিকে শহীদ জিয়া পরিবারের সদস্য সাইদ ইস্কান্দরের ছেলের বউ ও শিল্পপতি আহসানউল্লাহ মনির মেয়ে আশা সোনারগাঁয়ের বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন বলে চাউর আছে। তবে তিনি সোনারগাঁবাসীর কাছে একেবারেই অপরিচিত মুখ হলেও সংরক্ষিত নারি আসনে এমপি হচ্ছেন এমনটাই ধারনা রাজনৈতিক বিশ্লেষকদের।

জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মুজাহিদ মল্লিকের কর্মী সমর্থকরা জানান, আজহারুল ইসলাম মান্নান ও তার নেতাকর্মীদের নানা অপকর্ম এবং সোনারগাঁয়ের বিভিন্ন কলকারখানায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে বিএনপির দুঃসময়ের ত্যাগী নেতাদের বিরুদ্ধে অপপ্রচার সহ ত্যাগীদের মূল্যায়ন না করে হাইব্রীডদের বুকে টেনে নেওয়ার প্রতিবাদে এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে নিজেই মনোনয়নের জন্য মাঠে নেমেছেন এক সময়ের কট্টরপন্থী মান্নান সমর্থক মুজাহিদ মল্লিক।

বিএনপির সূত্র মতে, চূড়ান্ত মনোনয়ন কে পাবেন তা নির্ধারণ করবেন দলের হাইকমান্ড। দীর্ঘদিন যারা দলের দুঃসময়ে দলের ঢাল হয়ে কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার