হাত পা বাধা নারীর মরদেহ ভাসছিল নদীতে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালি নদী থেকে হাত-পা বাঁধা এক অজ্ঞাত নারীর (৩৬) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কাবিলগঞ্জ সেতুর পাশে মারীখালি নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে বৈদ্যারবাজার নৌপুলিশ। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে অন্যস্থানে হত্যা করে তার হাত-পা বেঁধে নদীতে ফেলে রেখে যায়। 

বৈদ্যারবাজার নৌপুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর মো. মাহবুবুর রহমান জানান, মৃত নারীর বয়স আনুমানিক ৩৬ বছর। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার