চাঁদাবাজীর দায় এড়ানোর সুযোগ এনসিপির নেই – মান্নান

 

চাঁদাবাজীর দায় এড়ানোর সুযোগ এনসিপির নেই বরে জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান। গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, রাজধানীর গুলশান এলাকায় গতকাল শনিবার রাতে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করার অভিযোগে আটক হওয়া আবদুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) পুলিশ সংস্কার কমিশনের সদস্য।

রিয়াদের মতো একজন চাঁদাবাজকে কেন স্বরাষ্ট্র বিভাগের পুলিশ সংস্কার কমিশনের মতো অতি গুরুত্বপূর্ণ জায়গায় সুপারিশ করল এটা খুবই পরিকল্পিত বলে মনে করেন তিনি।

গতকাল চাঁদাবাজী করতে গিয়ে পুলিশের কাছে হাতেনাতে গ্রেপ্তার হওয়া সমন্বয়করা ভুয়া পরিচয দিয়ে চাঁদাবাজি করেছে বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেন। এ সময় তারা বলেন, এনসিপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাতেই এ ঘটনার জন্ম দিয়েছে।

এ ব্যাপারে আজহারুল ইসলাম মান্নান বলেন, গুরুত্বের বিচারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের সে লিস্টেড ছাত্র প্রতিনিধি। বাংলাদেশে যে কালচার চলে তাতে সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কোনোভাবে যুক্ত, এই পরিচয়েই কেউ অর্থ উপার্জন করতে পারে বলে মনে করি। এখানে তার মতো ব্যক্তিকে হয়তো টাকা কামানোর জন্যই স্বরাষ্ট্র বিভাগের পুলিশ সংস্কার কমিশনের মতো অতি গুরুত্বপূর্ণ জায়গায় সুপারিশ করছে।

তিনি আরো বলেন, জানে আলম অপু নামক ছেলেটা আগে থেকেই দুর্নীতির বিরুদ্ধে অনেক উচ্চবাচ্য করতো, অনেকটা ঔদ্ধত্যের পর্যায়ে। তার বিরুদ্ধে নিজ জেলা জয়পুরহাটে অসংখ্য অভিযোগ আছে। সর্বশেষে ইব্রাহিম হোসেন মুন্না নামক ছেলেটা এই চাঁদাবাজিতে অন্যতম অগ্রণী ভূমিকা পালন করেছে।

তিনি আরো বলেন, ইব্রাহিম হোসেন মুন্নার নামটি একেবারে সেন্ট্রালি কানেক্টেড এবং গণতান্ত্রিক ছাত্রসংসদের যুগ্ম আহ্বায়ক জানে আলেম অপুও সেন্ট্রাল নেতা। এ সময় তিনি বলেন, রিমান্ডে নিয়ে প্রকৃত কুশীলবদের বের করে আনাটা খুব গুরুত্বপূর্ণ, কেননা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সারাদেশে লুটপাট চলছে। তাদের লাগাম টেনে না ধরলে এ দেশ চাঁদাবাজদের অভয়াশ্রমে পরিনত হবে।

চাঁদা আনলে পুরস্কার, ধরা পড়লে বহিস্কার এ নীতি থেকে বেরিয়ে আসতে হবে। এ বয়সে এককোটি টাকা চাঁদাদাবী সত্যিই বিস্ময়কর ব্যাপার। স্বাধীনতার মানচিত্র থেকে উঠে আসা বিএনপির বিরুদ্ধে যারা মিথ্যা অপপ্রচার চালিয়েছে তাদের রূপ সারাদেশের মানুষ দেখছে। এ দায় থেকে এনসিপির মুক্ত হওয়ার কোন সুযোগ নেই।

 

জাতীয়

সারাদেশ

আন্তর্জাতিক

বিনোদন

খেলা

ডাকদূত – বিজ্ঞাপন – সার্কুলেশন শর্তাবলি ও নীতিমালা – গোপনীয়তা নীতি – যোগাযোগ – নিউজলেটার